সিরিয়া যুদ্ধে অংশ নেবে না যুক্তরাষ্ট্রের বিশেষ সেনারা

সিরিয়া যুদ্ধে অংশ নেবে না যুক্তরাষ্ট্রের বিশেষ সেনারা

হোয়াইট হাউজ থেকে প্রাপ্ত এক বিশেষ বিবৃতিতে জানানো হয়েছে যে, সিরিয়াতে পাঠানো 12যুক্তরাষ্ট্রের বিশেষ সেনারা সেখানে কোন তল্লাশী পরিচালনা করবে না বা যুদ্ধে অংশ নেবে না। হোয়াইট হাউজের সহ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বেন রোডস প্রতিরক্ষা বিষয়ক এক শীর্ষ সম্মেলনে বলেন, তারা সিরিয়ার মধ্যে থাকা বাহিনীর সঙ্গে বাইরে কোন যুদ্ধে যাবে না। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, সিরিয়ায় অবস্থানরত ইসলামিক স্টেটের বিরুদ্ধে সিরিয়ার স্থানীয় যোদ্ধাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যৌথ বাহিনীর সমন্বয় সাধনের জন্য ৫০ জনের বেশী অভিযান বিশেষজ্ঞ সেনাকে সিরিয়াতে পাঠানোর অনুমোদন দিয়েছেন। শীর্ষ এক প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই যুক্তরাষ্ট্রের সেনারা সিরিয়াতে প্রবেশ করবে এবং এক নাগাড়ে দুই মাসের বেশী সেখানে অবস্থান করবে না। সূত্র: ভয়েস অফ আমেরিকা

Featured আন্তর্জাতিক