যুক্তরাষ্ট্রের নৌবাহিনী সমুদ্রের নিচে যে ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে তা ডুবে যাওয়া জাহাজ আল ফারোর বলে দাবি করা হয়েছে। গত মাসে হারিকেন জোয়াকিমের আঘাতে জাহাজটি ডুবে যায়।
যুক্তরাষ্ট্রের নৌবাহিনী একটি ডিভাইসের মাধ্যমে গত শনিবার বাহামার অদূরে সমুদ্রের ১৫ হাজার ফুট গভীরে প্রথম ধ্বংসাবশেষ খুঁজে পায়। এ প্রেক্ষিতে জাতীয় পরিবহণ নিরাপত্তা বোর্ড (এনটিএসবি) জানায়, ধ্বংসাবশেষ আল ফারোর বলে ধারণা করা হচ্ছে।
এনটিএসবি সোমবার নিশ্চিত করেছে, এটা প্রকৃতপক্ষে আল ফারোর ধ্বংসাবশেষ। জাহাজটিতে ৩৩ ক্রু ছিলেন। ক্রুদের বেশিরভাগই ছিলেন আমেরিকার নাগরিক। তাদের সবাই মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। জাহাজটি ডুবে যাওয়ার কয়েকদিন পর একজনের লাশ উদ্ধার করা হয়।
আল ফারো ফ্লোরিডা থেকে পুয়ের্তো রিকো যাচ্ছিল। গত ১ অক্টোবর ঝড়ের কবলে পড়ে এটি ডুবে যায়।
ধ্বংসাবশেষ চিহ্নিত করতে একটি দূর নিয়ন্ত্রিত যান ব্যবহার করা হয়।
বাসস