বাইচুং, সুনীলদের মতো অনেক ভারতীয় ফুটবলার ইউরোপে খেলেছেন৷ তবে গুরপ্রীত সিং সাঁধুর মত কৃতিত্ব কারোর নেই৷ কারণ প্রথম ভারতীয় খেলোয়াড় হিসেবে ইউরোপের অন্যতম সেরা টুর্নামেন্টে খেলতে চলেছেন গুরপ্রীত৷ নরওয়ের স্টেবাক ক্লাব ২০১৬-তে ইউরোপা লিগে খেলার ছাড়পত্র পাওয়ায় প্রাক্তন লাল-হলুদ গোলকিপারের কাছে সুবর্ণ সুযোগটি আসে৷ প্রথমবার ইউরোপের কোনও প্রথম ডিভিসনের ক্লাবে খেলার কৃতিত্ব রয়েছে একমাত্র গুরপ্রীতের কাছেই৷ ২০১৭ পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি রয়েছে স্টেবাকের৷
ইরানের বিরুদ্ধে দেশের হয়ে অভিষেক ঘটানো ২৩ বছর বয়সি গোলকিপার স্বভাবতই এই খবরে খুব উচ্ছ্বসিত৷এক সাক্ষাৎকারে তিনি জানান,‘এই ব্যাপারটা আমার কাছে রূপকথার মত লাগছে৷ আমার টিমমেটরা আমার এবং দলের জন্য কি করেছে তা তাঁরা বুঝবে না৷ যেখান থেকে আমি খেলতে গেছি সেখান থেকে কেবলমাত্র এইরকম জায়গায় খেলাটা একটি স্বপ্নের মত’৷ এর সঙ্গেই তিনি যোগ করেন,‘তবে আমি আপাতত শেষ অ্যাওয়ে ম্যাচ ও গুয়ামের বিরুদ্ধে ঘরের মাঠে খেলাটিতেই মনঃসংযোগ করতে চাই৷ ইউরোপা লিগে খেলার মুহুর্তটা আমার কাছে দেশের হয়ে অভিষেক ঘটানো এবং স্টেবাকের হয়ে প্রথম ম্যাচটি খেলতে নামার মূহুর্তের মতোই তাৎপর্যপূর্ণ৷ তবে আমি আমার খেলার উন্নতির দিকেই বেশি নজর দিতে চাই৷’