বেলুন থেকে ভারতের প্রত্যন্ত গ্রামে ইন্টারনেট পরিষেবা ছড়িয়ে দেওয়ার অনুমতি পেল গুগল। প্রজেক্টের পোশাকি নাম- প্রজেক্ট লুন। সস্তায় প্রান্তিক অঞ্চলে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়াই এই প্রকল্পের লক্ষ্য। এই প্রকল্পের গুরুত্বপূর্ণ ৬টি বিষয় নিচে উল্লেখ করা হল-
১. বেলুনগুলি ভাসবে স্ট্র্যাটোস্ফিয়ারে: ‘প্রজেক্ট লুন’-এর বেলুনগুলি ভাসবে ভূ-পৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার উচ্চতায় বায়ুম-লের স্ট্র্যাটোস্ফিয়ারে। প্রতিটি বেলুন আশেপাশের ৪০ কিলোমিটার পর্যন্ত ইন্টারনেট পরিষেবা ছড়িয়ে দেওয়ার ক্ষমতাসম্পন্ন। সৌরশক্তিতে চার্জড এই সমস্ত বেলুনগুলি পুরো একটি দিন উড়তে পারবে।
২. টেকনোলজি প্রোভাইডার গুগল: দেশের প্রত্যন্ত এলাকায় ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে প্রজেক্ট লুন শুরু হচ্ছে ভারতে। গুগল শুধুমাত্র প্রযুক্তিগত সহায়তা দেবে আর ইন্টারনেট পরিষেবা দেবে বিএসএনএল।
৩. ২.৬ গিগাহার্জ ব্যান্ড ব্যবহৃত হবে: বিএসএনএলের সঙ্গে গাঁটছড়া বেঁধে শুরু হচ্ছে প্রজেক্ট লুন। রাষ্ট্রায়ত্ত সংস্থাটি ২.৬ গিগাহার্জ ব্যান্ড ব্যবহার করবে আকাশ থেকে ইন্টারনেট বিম ছড়িয়ে দিতে।
৪. পঞ্চম দেশ হিসেবে চালু হচ্ছে প্রজেক্ট লুন: প্রজেক্ট লুন প্রথম চালু হয়েছিল নিউ জিল্যান্ডে। দ্বিতীয় ব্রাজিল। ভারত পঞ্চম দেশ যেখানে চালু হচ্ছে এই নয়া পরিষেবা।
৫. ৪জি কানেক্টিভিটি: গুগলের দাবি প্রতিটি বেলুন ৪জি পরিষেবা দিতে সক্ষম।
৬. ড্রোনে না ভারতের: ডিপার্টমেন্ট অফ ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনফর্মেশন টেকনোলজি প্রজেক্ট লুন-এ সম্মতি দিলেও গুগলের ড্রোন থেকে ইন্টারনেট ছড়িয়ে দেওয়ার প্রকল্পে সম্মতি দেয়নি। যদি গুগল ড্রোন থেকে ইন্টারনেট পরিষেবা দেওয়ার ছাড়পত্র পায়, তাহলে দ্রুতই দেশবাসী ৮টি বিশালাকৃতির সোলার পাওয়ার্ড ড্রোন থেকেও ৪জি ইন্টারনেট পরিষেবা পাবে।