স্পিকার আজ পীরগঞ্জ যাচ্ছেন

স্পিকার আজ পীরগঞ্জ যাচ্ছেন

জাতীয় সংসদের স্পিকার ও রংপুর ৬ (পীরগঞ্জ) আসনের এমপি ড. শিরীন শারমিন চৌধুরী আজ মঙ্গলবার তাঁর নির্বাচনী এলাকা পীরগঞ্জে যাচ্ছেন। সেখানে পৌঁছে তিনি স্থানীয় উপজেলা পরিষদ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে ডিজিটাল পদ্ধতিতে ১০টি উন্নয়মুলক কাজের উদ্বোধন ও fdfaxfভিত্তি প্রস্থর স্থাপন করবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মাজহারুল ইসলাম জানান, স্পিকার এক দিনের সরকারি সফরে পীরগঞ্জে আসছেন। এ সময় তিনি রংপুর পল্লী বিদ্যুত সমিতি-১ এর আওতায় উপজেলার ২৬১টি গ্রামে ১৪ হাজার ৫০০ গ্রাহকের নতুন বিদ্যুত সংযোগের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
পরে ডিজিটাল পদ্ধতিতে শাহ আব্দুর রউফ কলেজ ও সাল্টি সমস দীঘি আদর্শ উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত একাডেমিক ভবন ও একটি বাড়ি একটি খামার প্রকল্পের অফিস এবং পল্লী সঞ্চয় ব্যাংকের নতুন ভবনের উদ্বোধন, ভেন্ডাবাড়ি ডিগ্রী কলেজ, পীরগঞ্জ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও বাজিতপুর আমিনিয়া উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন, বিরটান (বিআইআরটিএএন) রংপুর রিজিওনাল ষ্টেশনের পীরগঞ্জে অফিস ভবন ও মাদারপুর-চেরাগপুর সড়কের ২ দশমিক ২০ কিলোমিটার চেইনেজে আখিরা খালের উপর ৩৯ মিটার আরসিসি গার্ডার ব্রীজ নির্মাণ কাজের ভিস্তিপ্রস্তর ফলক উন্মোচন করবেন।
স্পিকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বিনামুল্যে বিভিন্ন জাতের শস্যূ ও সার বিতরণ করবেন। এছাড়াও পিইডিপি থ্রি অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়ের ১৫জন প্রতিবন্ধি শিক্ষার্থীর মধ্যে হুইল চেয়ার, চশমা ও হিয়ারিং এইড বিতরণ করবেন। বিকেলে তিনি মাদারগঞ্জে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু হাতপাতাল এবং মাদারগঞ্জ ডিগ্রী কলেজের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করবেন। দুপুরে উপজেলা পরিষদ চত্বরের অনুষ্ঠানে প্রধান অথিথি হিসাবে অংশ নিয়ে আজই ঢাকা রওনা হবেন।

Featured বাংলাদেশ