দেশের উন্নয়নে পলিসি ঠিক রাখতে হবে : দিলীপ বড়ুয়া

দেশের উন্নয়নে পলিসি ঠিক রাখতে হবে : দিলীপ বড়ুয়া

দেশের উন্নয়নে পলিসি ঠিক রাখতে হবে বলে উল্লেখ করেছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।

তিনি বলেন, ‘দেশে এক সরকার যাবে আরেক সরকার আসবে। তবে পূর্ববর্তী সরকারের পলিসিগুলো চালিয়ে যেতে হবে। তা না হলে দেশে উন্নয়ন হবে না।’

বুধবার বিকেল ৫টায় ঢাকা চেম্বার অডিটরিয়ামে এক আলোচনা সভায় প্রধঅন অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

সভার আয়োজন করে ঢাকা চেম্বার্স অব কমার্স। আলোচনার বিষয় ছিল জিওগ্রাফিক্যাল ইন্ডিকেট অ্যাক্ট ২০১১।

ঢাকা চেম্বারের প্রেসিডেন্ট আসিফ ইব্রাহীমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন এবিএম হামিদুল মেজবাহ, জিএম কামাল, নুরুল কবির, বাণিজ্য মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি শরীফা খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাহের অ্যাসোসিয়েট প্রফেসর মো. তৌহিদুল ইসলাম ও হায়দার আহমেদ খান।

অর্থ বাণিজ্য