আগামীকাল নেদারল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল নেদারল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী

৩দিনের এক সরকারি সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল আমস্টার্ডামের উদ্দেশে ঢাকা 4ছাড়ছেন। ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের আমন্ত্রণে তিনি এ সফরে যাচ্ছেন।
প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট আগামীকাল সকাল ৮ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে বলে কথা রয়েছে।
ফ্লাইটটি নেদারল্যান্ডের স্থানীয় সময় রাত ৯ টায় ডাচ রাজধানীর আমস্টার্ডম স্কিফল এয়ারপোর্ট সেন্টারে পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে। আমস্টার্ডামে যাওয়ার সময় প্রধানমন্ত্রী আবুধাবিতে ৫ ঘন্টা যাত্রা বিরতি করবেন।
আমস্টার্ডাম স্কিফল এয়ারপোর্ট সেন্টারে উষ্ণ অভিনন্দন জানানোর পর প্রধানমন্ত্রীকে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা সহকারে নেদারল্যান্ডের প্রশাসনিক রাজধানী দি হেগের গ্র্যান্ড হোটেল আমরাথ কুরহাউসে নিয়ে যাওয়া হবে। এ সফরকালে তিনি ওই হোটেলেই অবস্থান করবেন।
সফর চলাকালে প্রধানমন্ত্রী আগামী ৪ নভেম্বর সরকারি বাসভবন ‘ক্যাটশুইজে’ ডাচ প্রধানমন্ত্রীর মার্ক রুটের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বৈঠকের পর দ্বিপাক্ষিক দলিল স্বাক্ষরিত হবে।
পরে, শেখ হাসিনা তার সম্মানে মার্ক রুট আয়োজিত এক নৈশভোজ সভায় যোগ দেবেন।
বাসস

Featured বাংলাদেশ