ফেব্রুয়ারিতে পোপ ফ্রান্সিস মেক্সিকোয় যাচ্ছেন

ফেব্রুয়ারিতে পোপ ফ্রান্সিস মেক্সিকোয় যাচ্ছেন

ল্যাটিন আমেরিকার প্রথম পোপ ফ্রান্সিস আগামী ১২ ফেব্রুয়ারি ক্যাথলিক অধ্যুষিত মেক্সিকো 13সফরে যাচ্ছেন। মেক্সিকোর আর্চবিশপ গতকাল রবিবার একথা বলেছেন। মেক্সিকো সিটিতে কার্ডিনাল নোরবার্টো রিভেরা বলেন, ওই দিন আমরা তাকে আন্তরিক সংবর্ধনা জানানো হবে। টেলিভিসা একথা জানিয়েছে।
গত মাসে ভ্যাটিকান তার মেক্সিকো সফরের বিষয়টি ঘোষণা করে। তবে তখন সুনির্দিষ্টভাবে দিনক্ষণের কথা জানানো হয়নি। চার্চের কর্মকর্তারা জানিয়েছেন, পোপ ফ্রান্সিস মেক্সিকোর প্যাট্রন সেইন্ট আওয়ার লেডি অব গুয়াদালুপের গির্জা পরিদর্শন করবেন। মেক্সিকোর অধিকাংশ নাগরিকই ক্যাথলিক। সেপ্টেম্বর মাসে ফ্রান্সিস (৭৮) কিউবা ও যুক্তরাষ্ট্র সফর করেন।

Featured আন্তর্জাতিক