১০০ টাকার প্রাইজবন্ডের ড্র : ১ম পরস্কার ০৬৪৭৬০০

১০০ টাকার প্রাইজবন্ডের ড্র : ১ম পরস্কার ০৬৪৭৬০০

১০০ টাকা মূল্যমানরে প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠতি হয়েেছ। এতে ১ম পরস্কার পেয়েছে 14০৬৪৭৬০০ নাম্বার। আজ রববিার ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাঃ আনিছর রহমান-এর সভাপতিত্বে ঢাকা বিভাগীয় কমিশনার অফিসের সম্মেলন কক্ষে ১০০ টাকা মল্যমান বাংলাদেশ প্রাইজবন্ডের ৮১তম ‘ড্র’ অনষ্ঠিত হয়। একক সাধারণ পদ্ধতিতে (অর্থাৎ প্রত্যেক সিরিজের জন্য একই নম্বর) এ ড্র পরিচালিত হয় এবং বর্তমানে প্রচলনযোগ্য ১০০ টাকা মল্যমানের ৪২টি সিরিজ, যথা- কক, কখ, কগ, কঘ, কঙ, কচ, কছ, কজ, কঝ, কঞ, কট, কঠ, কড, কঢ, কথ, কদ, কন, কপ, কফ, কব, কম, কল, কশ, কষ, কস, কহ, খক, খখ, খগ, খঘ, খঙ, খচ, খছ, খজ, খঝ, খঞ, খট, খঠ, খড, খঢ, খথ এবং খদ এ ড্র- এর আওতাভক্ত।
উপরোক্ত সিরিজসমহের অন্তর্ভক্ত ৪৬ টি সাধারণ সংখ্যা পরস্কারের যোগ্য বলিয়া ঘোষিত হয় এবং নিম্নবর্ণিত সংখ্যার বন্ডগুলি সাধারণভাবে প্রত্যেক সিরিজের ক্ষেত্রে পরস্কারের যোগ্য বলিয়া বিবেচিত হয়। উদাহারণস¦রূপ বন্ডের যে সংখ্যা প্রথম পরস্কারের জন্য ঘোষিত হয়েছে উপরে উল্লিখিত প্রতিটি সিরিজের সে সংখ্যার বন্ড প্রথম পরস্কারের যোগ্য বলে বিবেচিত হবে।
অনরূপভাবে ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম পরস্কারের জন্য ঘোষিত সংখ্যাও তাহাদের মান অনযায়ী প্রতিটি সিরিজের ক্ষেত্রে পরস্কার পাওয়ার যোগ্য। প্রসঙ্গত আয়কর অধ্যাদেশ-১৯৮৪ এর ৫৫ ধারার নির্দেশনা অনযায়ী ১লা জলাই, ১৯৯৯ হতে প্রাইজবন্ড পরস্কারের অর্থ হইতে ২০% হারে উৎসে কর কর্তন করিবার বিধান রহিয়াছে। ১০০ টাকা মল্যমান বাংলাদেশ প্রাইজবন্ডসমহের বিভিন্ন পরস্কারের বিস্তারিত বিবরণ নিম্নে দেয়া হইল।
সর্বমোট ১৯৩২টি পুরস্কার প্রতি সিরিজের জন্য ৪৬ টি। উক্ত ড্র’তে ০০০০০০১ হইতে ১০০০০০০ ১ম সংখ্যার অন্তর্ভক্ত বন্ডসমহ হইতে নিম্নলিখিত ৪৬টি সাধারণ সংখ্যা পরস্কারের জন্য ঘোষিত হয়েছে। ১ম পরস্কার ৬,০০,০০০ টাকা, নাম্বার- ০৬৪৭৬০০, ২য় পরস্কার ৩,২৫,০০০ টাকা, নাম্বার ০৪৭৩৯৪৫, ৩য় পরস্কার প্রতিটি ১,০০,০০০ টাকার মোট ২টি পুরষ্কার, নাম্বার ০১৯৩২৮২ ০৫৫৬৫০৯, ৪র্থ পরস্কার প্রতিটি ৫০,০০০ টাকার মোট ২টি, নাম্বার ০১২৮৮৬৫০ ও ২৪৪১৬১।

Featured অর্থ বাণিজ্য