রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো মনে করেন, শুধু ট্রফি জয় করার মধ্য দিয়ে কে সেরা খেলোয়াড় সেটি নির্বাচনের সম্ভব নয়। তার দাবি, বার্সেলোনা খেলোয়াড় লিওনেল মেসির চেয়ে তিনি সেরা।
সম্প্রতি স্প্যানিশ পত্রিকা ‘এল পাইস’কে সাক্ষাৎকার দিয়েছেন রোনালদো। সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমি গত ৮ বছরের দিকে তাকালে দেখবেন আমিই শীর্ষে আছি, আর এ রকম অবস্থান ধরে রাখা কঠিন। এ রকম আর কে আছেন, বলুন? আপনি বিশ্বের এক নম্বর খেলোয়াড় কিনা সেটি বড় নয়। অনেকের জন্য মেসি বড় হতে পারে। কিন্তু আমার মনে হয়, আমিই সেরা, মেসি নয়।
কঠোর পরিশ্রমই তাকে এই পর্যায়ে এনেছে। এই পর্যায়ে আসতে তাকে অনেক ব্যথা সইতে হয়েছে। অনেক ঘাম ঝরাতে হয়েছে। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে তার উপলব্ধি, ‘কঠোর পরিশ্রমের বিকল্প নেই। প্রচ- পরিশ্রম না করলে কোনো কিছুরই শীর্ষে যাওয়া যায় না।’
ফুটবলকে অনেক ভালোবাসেন তিনি। আর খেলাটিকে ভালোবেসেই সয়েছেন পরিশ্রমের কষ্ট, শারীরিক ব্যথা-বেদনা। ফুটবলকে তিনি মনে করেন তার জীবনেরই অংশ।