পাকিস্তান দলে মহম্মদ আমিরের প্রত্যাবর্তনে বাধা হয়ে দাঁড়াচ্ছেন তার সতীর্থরাই৷ স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে সাজা প্রাপ্ত পাকিস্তানি পেসার আমির ৫ বছরের নির্বাসন কাটিয়ে ২২ গজে ফিরেছেন৷ ২৪ বছরের প্রতিশ্রুতিময় পেসারকে জাতীয় দলে ফেরাতে পিসিবি উদ্যোগী হলেও সতীর্থরা তার সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করতে চান না৷
পাকিস্তান বোর্ড সূত্রের খবর, ইংল্যান্ডের বিরুদ্ধে আমিরশাহীতে টেস্ট সিরিজ খেলতে যাওয়ার আগে আমিরের বিরুদ্ধে অভিযোগও জানান অধিনায়ক মিসবা উল হক এবং মহম্মদ হাফিজ। মিসবার অভিযোগ, জাতীয় দলের শিবিরে থাকাকালীন একবারও তার সঙ্গে কথা বলেনি আমের। হাফিজ আবার আরও এক কদম এগিয়ে৷ জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির নেটে আমের বল করতে আসায় নেট থেকে বেরিয়ে যান হাফিজ। সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে একটি ম্যাচে ফের বিতর্কে জড়িয়ে পড়েন আমের৷ তার ম্যাচ-ফি কেটে নেওয়া হয়৷ আমিরের এই আচরণে ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ডও৷