কিছুটা ঝুকির মধ্যেই খেলবেন মাশরাফি

কিছুটা ঝুকির মধ্যেই খেলবেন মাশরাফি

গত ৯ অক্টোবর মধ্যরাতে ডেঙ্গুজ্বর নিয়ে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছিলেন 20মাশরাফি। ডেঙ্গু জ্বরে এক সপ্তাহ ভোগার পর ১৬ অক্টোবর দুপুরে হাসপাতাল থেকে মিরপুরের বাসায় ফেরেন এ ক্রিকেটার। বাসায় এক সপ্তাহ বিশ্রামে কাটানোর পর এক সপ্তাহ আগে যোগ দিয়েছেন অনুশীলনে। জিম্বাবুয়ের বিপক্ষে ৭ নভেম্বর শুরু হতে যাওয়া সিরিজ খেলতে যাচ্ছেন তিনি। মানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার ১ মাসের মাসের মধ্যেই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন মাশরাফি।
বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী বলেন,‘হ্যা, ডেঙ্গু জ্বরের পর দীর্ঘ বিশ্রাম ও সর্তকতা দরকার। কিন্তু মাশরাফি দ্রুত সেরে উঠেছেন। জুবায়েরের বেলায় যা হয়েছে মাশরাফির ক্ষেত্রে সেটা হয়নি। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর দ্রুত তার দুটি রক্তের সার্কেল পরিবর্তন হয়েছে।তাই মাশরাফির বেলায় তেমন কোনো ঝুকি নেই। তাছাড়া এ্যাপোলো হাসপাতালের কনসালট্যান্ট তাকে চাড়পত্র দিয়েছেন। তিনি চূড়ান্ত দলেও জায়গা পেয়েছেন। তারমানে মাশরাফি খেলার জন্য পুরোপুরি ফিট। কারণ চূড়ান্ত দলে ঢোকার আগে তাকে ৬/৭টা ফিটনেস পরীক্ষা দিতে হয়েছে।যার সবগুলোতেই উর্ত্তীণ হয়েছেন তিনি।কাজেই কোনো সমস্যা হবে না। যদিও থিওরিটিক্যালি একটু ঝুকি আছে।’
অবশ্য একটু দ্রুতই আরোগ্য লাভ করেছেন মাশরাফি। গত সপ্তাহে বেশ দুর্বলতা থাতলেও এখন তা কাঁটিয়ে উঠেছেন তিনি। মাশরাফি বলেন,‘বেশ ভালো বোধ করছি এখন। আশা করি জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামতে সমস্যা হবে না। আমি আত্মবিশ্বাসী।’
ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানান,‘মাশরাফিকে নিয়ে কোনো ঝুকি নেই। ১ সপ্তাহ আগে তাকে অনুশীলন করার ছাড়াপত্র দেওয়া হয়েছে। আমি মাশরাফির সাথে প্রতিদিনই কথা বলছি। তিনি ফিট হয়ে উঠেছেন। জিম্বাবুয়ের বিপক্ষে খেলার জন্য তিনি শারিরীক ও মানুসিকভাবে প্রস্তুত।’

Featured খেলাধূলা