নির্বাচন আসতে আসতে দুই বছরে দেশের রাজনীতিতে অনেক পরিবর্তন আসবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
বুধবার বিজয়নগরের টেপা টাওয়ারে আইসিএল গ্রুপের কর্পোরেট অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এরশাদ বলেন, ‘দেশের মানুষ আজ ভালো নেই। রাস্তায় বেরুলেই দেখি কর্মসংস্থান নেই, চারিদিকে হাহাকার। অনেক সরকার এসেছে, কিন্তু দেশের উন্নয়নে কেউ কাজ করেনি। এই দেশের মঙ্গলের জন্য পরিবর্তন জরুরি। আর এই পরিবর্তনের জন্য জাতীয় পার্টির প্রয়োজন। দেশের মানুষ জাতীয় পার্টিকে চাচ্ছে। যেখানেই যাই, শুনি সাবেক সময়ে ভালো ছিলাম। দেশে পরিবর্তনের সুর উঠেছে। আমি সকলের সহযোগিতা চাই।’
তিনি বলেন, ‘দেশের মেধাবীরা আজ কর্মসংস্থানের অভাবে বিদেশে চলে যাচ্ছে। এই মেধাবীদের ধরে রাখতে হবে। তা না হলে দেশ আগাতে পারবে না।’
এরশাদ আরও বলেন, ‘দেশে অনেক ব্যাংক হয়েছে। আমরা কখানো ব্যাংক নেইনি। বেসরকারি ব্যাংকেরও প্রয়োজন রয়েছে দেশে।’
তাদের মুনাফার পাশাপাশি জনগণের সেবার বিষয়টি মাথায় রেখে আইসিএল গ্রুপ কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আইসিএল গ্রুপ লিমিটেডের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমদ, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওয়ালাদার, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন খান, প্রেসিডিয়াম সদস্য তাজুল ইসলাম চৌধুরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গ্রুপের ববস্থাপনা পরিচালক এইচএমএম শফিকুর রহমান।
এর আগে এই ভবনের প্রধান ফটকে ফিতা কেটে অফিসের উদ্বোধন করেন এরশাদ।