জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, দর্শন ও বাংলা বিভাগের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়।
এ বছর ইতিহাস বিভাগে ৬৫টি আসনের বিপরীতে ৮ হাজার ৫৭৭ জন, দর্শন বিভাগে ৭০টি আসনের বিপরীতে ৫ হাজার ২৭৮ জন এবং বাংলা বিভাগে ৬৫টি আসনের বিপরীতে ৮ হাজার ১৯৩ জন আবেদন করেছিলেন। প্রকাশিত ফলাফলে প্রতিটি বিভাগের জন্য আসন সংখ্যার দশগুণ শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে।
শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে অথবা মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে JU<Space>R<Space>Roll No লিখে ৯৯৩৩ এই নম্বরে পাঠিয়ে ফল জানতে পারবেন।
আজ সোমবার কলা ও মানবিকী অনুষদের অধীন জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ, প্রত্নতত্ত্ব, নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগের পরীক্ষা হবে।