মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী এবং জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ পিটিশনের শুনানি আগামী ১৭ নভেম্বর হবে। যদিও আজ সোমবার রিভিউ পিটিশন শুনানির জন্য সুপ্রিম কোর্টের কার্যতালিকায় রাখা হয়েছিল।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপীল বিভাগের পুর্ণাঙ্গ বেঞ্চে এই শুনানি অনুষ্ঠিত হবার কথা ছিল
আপিল বিভাগের দিনের কার্যতালিকায় ১৬ নম্বরে আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং তার পরেই সালাউদ্দিন কাদের চৌধুরীর রিভিউ পিটিশনের শুনানি অনুষ্ঠিত হবার কথা ছিল।
কিন্তু আদালত সে শুনানি পিছিয়ে দিয়েছে।
এই রিভিউ পিটিশন হচ্ছে আইনগত প্রক্রিয়ার শেষ ধাপ। এরপর আর কোন আইনগত প্রক্রিয়া নেই।
সুপ্রিম কোর্ট যদি এই রিভিউ পিটিশনগুলো খারিজ করে দেয় তাহলে সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সামনে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাওয়া ছাড়া অন্য কোনো উপায় থাকবে না ।
১৯৭১ সালে মানবতা বিরোধী অপরাধের দায়ে এই দু’জনকে মৃত্যুদণ্ড দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তারপর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ট্রাইব্যুনালের দেয়া সেই রায় বহাল রাখে।
এরপর মৃত্যুদণ্ডপ্রাপ্তদের পক্ষ থেকে আপিল বিভাগের সেই রায় পর্যালোচনার জন্য আবেদন করা হয়।
২০১৩ সালের জুলাই মাসে মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
অন্যদিকে একই বছর অক্টোবর মাসে চার অভিযোগে সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এদিকে রিভিউ পিটিশনের শুনানিকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়।