মহিলা যাত্রীদের নিরাপত্তায় জোর দিতে চলেছে ভারতীয় মেট্রো রেল কর্তৃপক্ষ৷ আজ রবিবার থেকেই রাতের শেষ মেট্রোয় বিশেষ পাহাড়ার ব্যবস্তা করা হচ্ছে। আপ ও ডাউন লাইনের শেষ মেট্রোয় আরপিএফ থাকবে বলে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন।
মেট্রোর জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রাতের ওই দু’টি ট্রেনের মোট ১৬টি কামরায় ১৬জন আরপিএফ জওয়ান মোতায়েন থাকবেন। এর ফলে মহিলা যাত্রীদের সঙ্গে কেউ অশালীন আচরণ করলে সঙ্গে সঙ্গে ব্যবস্তা নেওয়া যাবে।’ এ ছাড়াও মেট্রোতে মহিলা যাত্রীদের নিরাপত্তার জন্য ইতিমধ্যেই দু’টি ফোন সংযোগ চালু হয়েছে।