সিরি-আ লীগের পয়েন্ট টেবিলের শীর্ষে ইন্টার মিলান

সিরি-আ লীগের পয়েন্ট টেবিলের শীর্ষে ইন্টার মিলান

রোমাকে ১-০ গোলে হারিয়ে অবশেষে ইতালিয়ান সিরি-আ লীগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে 10এসেছে ইন্টার মিলান। অন্য ম্যাচে হুয়ান কুয়াড্রাডোর ইনজুরি টাইমের জয়সূচক গোলে নগর প্রতিদ্বন্দ্বী তোরিনোকে ২-১ গোলে হারিয়ে জুভেন্টাস। স্যান সিরোতে চিলিয়ান ডিফেন্ডার গ্যারি মেডেলের ৩০ মিনিটের একমাত্র গোলে রোমা গোলরক্ষক ওজিচেচ সিজিসনির কার্যত কিছুই করার ছিল না। টানা পাঁচ জয়ে দিনের শুরুতে যেখানে রোমা টেবিলে শীর্ষে ছিল সেখানে ৩ পয়েন্ট অর্জন করে ১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে প্রথম স্থানটি দখল করলো ইন্টার। ১ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রোমা।
এই জয়ে অবশ্য ইন্টার গোলরক্ষক সামিন হানডানোভিচকে কৃতিত্ব দিতেই হয়। রোমার বেশ কয়েকটি প্রচেষ্টা অসাধারণ দক্ষতায় রুখে দিয়ে হানডানোভিচ দলকে রক্ষা করেছেন। ৭৩ মিনিটে বসনিয়ান তারকা মিরালেম পানিচ লাল কার্ড পেলে বাকি সময়টা রোমাকে ১০জনকে নিয়েই মাঠে থাকতে হয়েছে। লীগে প্রাপ্ত সাতটি জয়েই ইন্টার জিতেছে ১-০ ব্যবধানে। কাকতালীয় এই বিষয়টিতে ইন্টার কোচ রবার্তো মানচিনিও বেশ অবাক। তারপরেও দলের জয়ে সন্তুষ্ট মানচিনি।
এদিকে তুরিন ডার্বিতে পল পগবা ১৯ মিনিটে জুভেন্টাসকে এগিয়ে দেন। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে সিজার বোভো তোরিনোকে ম্যাচে ফেরান। ইনজুরি টাইমে চেলসি থেকে ধারে খেলতে আসা কুয়াড্রাডো বদলী হিসেবে নেমে কোচের আস্থার প্রতিদান দিলে ইতালিয়ান চ্যাম্পিয়নদের জয় নিশ্চিত হয়। ১১ ম্যাচে ৪টি জয় ও ৩টি ড্রসহ ১৫ পয়েন্ট নিয়ে ইন্টারের থেকে নয় পয়েন্ট পিছিয়ে টেবিলের দশম স্থানে রয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। টেবিলের ১২তম স্থানে থেকে ম্যাচ শুরু করেছিল জুভেন্টাস। সাম্প্রতীক ব্যর্থতায় কোচ মাসিমিলিয়ানো আলেগ্রিও বেশ চাপের মধ্যে রয়েছেন। তবে কালকের জয়ে সন্তুষ্ট আলেগ্রি বলেছেন এখনো অনেক পথ বাকি আছে।

Featured খেলাধূলা