ভারতে ফ্লিপকার্টকে টেক্কা দিতে প্রস্তুত অ্যামাজন

ভারতে ফ্লিপকার্টকে টেক্কা দিতে প্রস্তুত অ্যামাজন

ভারতের এক নম্বর ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে অ্যামাজন ইন্ডিয়া। ওয়েবসাইটে দু’নম্বরে চলে এসেছে অ্যামাজন। মোবাইল অ্যাপের ক্ষেত্রে অবশ্য এখনও বেশ খানিকটা পিছিয়েই আছে ফ্লিপকার্টের থেকে। ২৯ জুলাই থেকে ২৬ অক্টোবরের মধ্যে অ্যামাজনimage_141584_0অ্যাপ ডাউনলোড করা হয়েছে প্রায় ৮০ লাখ। সেখানে ফ্লিপকার্ট অ্যাপ ডাউনলোড করা হয়েছে ৯০ লাখ। এই তথ্য পাওয়া গেছে মোবাইল অ্যাপ ডেটা অ্যানালিটিকস প্ল্যাটফর্ম অ্যাপ অ্যানি-র সৌজন্যে।

গত তিন মাসে মার্কেটিং ক্যাম্পেনের দিকে বিশেষ নজর দিয়েছে অ্যামাজন। আর যেহেতু এই সময়টায় পর পর বেশ কয়েকটি উত্সব অনুষ্ঠান পড়েছে, তাই বিক্রিও বেড়েছে কয়েকগুন। ভারতে ফ্লিপকার্টের অ্যাপ এই মুহূর্তে ১ নম্বরে। সেখানে অ্যামাজনের অ্যাপ ১৬টি স্থান অতিক্রম করে এসে দাঁড়িয়েছে দু’নম্বরে। স্ন্যাপডিল রয়েছে ৪ নম্বরে

তবে অ্যামাজনকে নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নয় ফ্লিপকার্ট। তাদের মতে অ্যামাজন ডেস্কটপ সংস্থা, অন্যদিকে ফ্লিপকার্টের মূল ফোকাস মোবাইলে। ফ্লিপকার্টের এক মুখপাত্র জানিয়েছেন, অ্যামাজন নিঃসন্দেহে আমেরিকার বাজার খুব ভালো বোঝে, তবে ভারতের ই-কমার্স প্রধানত মোবাইল কমার্স মার্কেট। সেখানে শীর্ষে থাকবে ফ্লিপকার্টই।- সংবাদসংস্থা

Featured অর্থ বাণিজ্য আন্তর্জাতিক