স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন বলেছেন, ‘রাজাকারদের গাড়িতে আর লাল-সবুজের পতাকা ওঠানোর সুযোগ দেওয়া হবে না।’
মঙ্গলবার দুপুরে মুন্সীগঞ্জের ভবেরচর এলাকায় গজারিয়া থানার নতুন ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জামায়াত-শিবির বিএনপির কাঁধে ভর করে যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে সুপরিকল্পিতভাবে কাজ করে যাচ্ছে।’
তিনি বলেন, ‘স্বাধীনতা বিরোধীচক্র গোলাম আজম ও তার সহযোগীদের বাঁচাতে বিএনপি মদদ দিচ্ছে।’
তিনি আরও বলেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলা, ১০ ট্রাক অস্ত্র মামলা ও সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলার বিচার কার্যক্রম গ্রহণ করেছে সরকার। যুদ্ধাপরাধীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্যও কাজ করছে সরকার।’
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, ‘ইতোমধ্যে যুদ্ধাপরাধীদের চিহ্নিত করে গোলাম আজম, সাঈদী, সাকা চৌধুরীসহ একাধিক যুদ্ধাপরাধীকে গ্রেফতার করা হয়েছে এবং বিচার কার্যক্রম শুরু করার পর বর্তমানে সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হচ্ছে।’
মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো.শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ও মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম ইদ্রিস আলী, মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ, সংরক্ষিত মহিলা এমপি মমতাজ বেগম, আইজিপি হাসান মাহমুদ খন্দকার, ঢাকা রেঞ্জের ডিআইজি মো.আছাদুজ্জামান, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক আজিজুল আলম।
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকা-ের বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন বলেন, ‘পুলিশ সততার সঙ্গেই তদন্ত কাজ করে যাচ্ছে।’
এর আগে সকাল ১০টায় স্বরাষ্ট্রমন্ত্রী গজারিয়া থানার নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।