বিধ্বস্ত রুশ বিমানের সব আরোহী নিহত : ১৫ লাশ উদ্ধার

বিধ্বস্ত রুশ বিমানের সব আরোহী নিহত : ১৫ লাশ উদ্ধার

মিসরের সিনাই অঞ্চলে শনিবার বিধ্বস্ত রাশিয়ার বিমানটির সকল আরোহীই নিহত হয়েছে বলে রাশিয়ান দূতাবাসের এক বিবৃতিতে এ কথা জানা যায়। আজ শনিবার ২২৪ জন আরোহী নিয়ে রাশিয়ার একটি বিমান মিসরের সিনাই উপদ্বীপে বিধ্বস্ত হয়। দূতাবাসের ফেসবুক sadgsdgপাতায় এক বার্তায় ২১৭ যাত্রী ও সাত ক্রু বহনকারী ফ্লাইট প্রসঙ্গে বলা হয়, দুর্ভাগ্যজনকভাবে সেন্ট পিটার্সবার্গের উদ্দেশ্যে শারম আল শেখ ছেড়ে আসা কোগালিমাভিয়া ফ্লাইট ৯২৬৮-এর সকল আরোহীই মারা গেছে। আমরা তাদের পরিবার-পরিজনদের শোক জানাচ্ছি।
এদিকে মিসর সরকার জানিয়েছে, শনিবার সিনাই অঞ্চলে রাশিয়ার বিমান বিধ্বস্ত হওয়ার স্থান থেকে এ পর্যন্ত ১৫টি লাশ উদ্ধার এবং সেগুলো একটি মর্গে স্থানান্তর করা হয়েছে। এক সরকারি বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী ইসমাইল শরিফ সিনাই উপদ্বীপের প্রান্তে অবস্থিত একটি বিমানবন্দরে গেছেন। সেখানে থেকে বিমানে করে ১৫টি মৃতদেহ কায়রোর জাইনহোম মর্গে আনা হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, রাশিয়ার একটি প্রতিষ্ঠান কর্তৃপক্ষ পরিচালিত বিমানটিতে ২১৭ জন যাত্রী ও সাতজন ক্রু ছিলেন। রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তা সার্গেই লভোস্কি বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে বলেন, স্থানীয় সময় ভোর পাঁচটা ৫১ মিনিটে এয়ারবাস এ-৩২১ সিনাই থেকে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের উদ্দেশে মিসরের লোহিত সাগরবর্তী অবকাশযাপন শহর শারম আল-শেখ ছেড়ে যায়। এর ২৩ মিনিট পর থেকে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সাইপ্রাসের রাডারের সঙ্গেও বিমানটির কোনো যোগাযোগ হয়নি। পরবর্তীতেও এটি রাডারের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করতে পারেনি। তিনি জানান, বিমানটি গ্রীনিচ মান সময় সকাল ৯টা ১২ মিনিটে সেন্ট পিটারসবার্গ অবতরণ করার কথা ছিল।
মিসরের মন্ত্রিপরিষদের এক বিবৃতিতে বলা হয়, সামরিক বিমান একটি পার্বত্য এলাকায় বিধ্বস্ত বিমানটির ধ্বংসাবশেষ দেশতে পেয়েছে… এবং হতাহতদের সরিয়ে নিতে ঘটনাস্থলে ৪৫টি এম্বুলেন্স পাঠানো হয়েছে। কর্মকর্তারা এবং রাষ্ট্রীয় বার্তা সংস্থা মিনা পরে জানায় হতাহতদের পার্শ্ববর্তী বিভিন্ন হাসপাতালে পাঠানো হচ্ছে।
দুর্ঘটনা কবলিত বিমানের যাত্রীর স্বজনদের জন্য সেন্ট পিটার্সবার্গের পুলকভো বিমানবন্দরে সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। সেখানে যাত্রীদের স্বজনরা তাদের প্রিয়জনদের খবরের অপেক্ষায় প্রহর গুনছে। কর্মকর্তারা জানান, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার সময় বিমানটি ৩০ হাজার ফুট উঁচু দিয়ে উড়ছিল। অরল-আরিশের উত্তর সিনাই শহরের প্রায় ১০০ কিলোমিটার দূরে একটি পার্বত্য এলাকায় বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে।

Featured আন্তর্জাতিক শীর্ষ খবর