অ্যামনেস্টির বক্তব্য প্রত্যাহারের দাবি মুক্তিযুদ্ধ’ ৭১-এর

অ্যামনেস্টির বক্তব্য প্রত্যাহারের দাবি মুক্তিযুদ্ধ’ ৭১-এর

যুদ্ধাপরাধীদের পক্ষে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বক্তব্য অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’ ৭১।শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।image_141544_0

‘যুদ্ধাপরাধীদের পক্ষে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নির্লজ্জ দালালি বন্ধ করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’ ৭১

ফোরামের মহাসচিব হারুণ হাবীব বলেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যদি দ্রুত তাদের বিবৃতি প্রত্যাহার না করে, তাহলে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে ফোরাম। তিনি বলেন, অ্যামনেস্টির এ বিবৃতি বাংলাদেশের ইতিহাস পাল্টে দেওয়ার শামিল।

মানববন্ধন থেকে কয়েক জন বক্তা বাংলাদেশে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সব কার্যক্রম বন্ধ করারও দাবি জানান। এ ছাড়া মানবতাবিরোধী অপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে বিচারের শেষ প্রান্তে এসে পাঁচজন পাকিস্তানির সাফাই সাক্ষ্য দেওয়ার আগ্রহ প্রকাশের প্রতিবাদ জানানো হয়। এটাকে তারা নতুন ষড়যন্ত্র হিসেবে দেখছেন।

মানববন্ধন চলাকালে আরও বক্তব্য দেন  জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান ।

Featured রাজনীতি