বাংলাদেশের বিজয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

বাংলাদেশের বিজয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

এশিয়া কাপ ক্রিকেটে শ্রীলঙ্কার বিপক্ষে স্মরণীয় বিজয় লাভ করায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি খেলোয়াড়দের পাশাপাশি বাংলাদেশ দলের কোচ, ক্রিকেট বোর্ডের কর্মকর্তাসহ সকল ক্রিকেটপ্রেমীকে অভিনন্দন জানিয়েছেন।

অভিনন্দনবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, `এ জয়লাভের মধ্য দিয়ে বাংলাদেশের ক্রিকেটে নবযুগের সূচনা হলো।` বাংলাদেশ এশিয়া কাপে চ্যাম্পিয়ান হয়ে এ গৌরবের ধারা অব্যাহত রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গিয়ে এ খেলা উপভোগ করেন।

বিজয়ের পরপরই উল্লসিত প্রধানমন্ত্রী রাতে এ অভিনন্দনবার্তা পাঠিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল।

খেলাধূলা বাংলাদেশ শীর্ষ খবর