স্প্যনিশ লা লীগায় আজ মাঠে নামছে রিয়াল ও বার্সেলোনা

স্প্যনিশ লা লীগায় আজ মাঠে নামছে রিয়াল ও বার্সেলোনা

স্প্যনিশ লা লীগার দশম রাউন্ডে আজ শনিবার নিজ নিজ ম্যাচ খেলতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। দলদুটি বর্তমানে স্প্যানিশ ফুটবল লীগে টেবিলের সেরা। দু’দলেরই পয়েন্ট সর্বোচ্চ ২১। তাই টেবিলের সেরার খেতাবটা অব্যাহত রাখতে চাইছে উভয় দল। সে লক্ষ্যে নিয়েই আজ মাঠে নামছে বার্সা ও রিয়াল। সফরকারী হিসেবে গেটাফের বিপক্ষে খেলবে ghdfhবার্সেলোনা এবং নিজেদের চেনা পরিবেশে লাস পালমাসের মুখোমুখি হবে রিয়াল। বাংলাদেশ সময় রাত ৯টায় মাঠে নামবে রিয়াল। আর রাত দেড়টায় নিজেদের ফুটবল নৈপূণ্য প্রদর্শনে নামবে বার্সা। এদিকে নিজেদের সপ্তম ম্যাচে সেভিয়ার বিপক্ষে হারের পরও মনোবলে দাগ পড়েনি বার্সেলোনার। কারণ নিজেদের পরের দু’ম্যাচেই দুর্দান্ত জয় তুলে নেয় বার্সা। সেই সাথে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে বেটের বিপক্ষেও জয়ের আনন্দ করে তারা। তবে গত বুধবার স্প্যানিশ কোপা ডেল’রে কাপের প্রথম লেগে ভিলানোভেনসের সাথে গোল শুন্য ড্র করে এনরিকের শিষ্যরা।
তাই শেষ ৪ ম্যাচ থেকে ৩টি জয় ও একটি ড্র’র স্বাদ নিয়ে লা-লীগায় নিজেদের দশম ম্যাচে খেলতে নামবে বার্সেলোনা। এ ম্যাচে বার্সার প্রতিপক্ষ দুর্বল গেটাফে। প্রতিপক্ষকে দুর্বল ভেবে গত ম্যাচে ভিলানোভেনসের সাথে ড্র করে হোচট খেয়েছে বার্সা। অবশ্য ওই ম্যাচে দল নিয়ে পরীক্ষার পসরা সাজিয়েছিলেন কোচ এনরিক। সাইড বেঞ্চের খেলোয়াড়দের বেশি সুযোগ দিয়েও জয়ের স্বাদ পাননি এনরিকে। তবে গেটাফের বিপক্ষে দল নিয়ে পরীক্ষা করবেন না তিনি। সেরা একাদশ নিয়ে মাঠে নামার ইচ্ছা তার, ‘আগের ম্যাচে অনেকেই ইনজুরিতে ছিলো। সেই সাথে কিছু নিষেধাজ্ঞাও। তবে এ ম্যাচ খেলার জন্য অনেকেই প্রস্তুত। ইনিয়েস্তা ও রবার্তো ইনজুুরি থেকে সুস্থ হয়েছেন। একাদশে দু’জনকেই দেখা যাবে। তারপরও দলের সেরা কিছু খেলোয়াড়কে ছাড়াই আমাদের খেলতে হবে।’
তবে একাদশ যাই হোক না কেন, ম্যাচ জয়ই মূল লক্ষ্য বার্সেলোনার বলে জানালেন এনরিক। গেটাফের বিপক্ষে ম্যাচ নিয়ে এনরিক বলেন, গত ম্যাচে বা আগের কয়েক ম্যাচে কি হয়েছে, সেগুলো নিয়ে ভাবলে চলবে না। আমাদের চোখ গেটাফের বিপক্ষে ম্যাচে। ওই ম্যাচ থেকে পূর্ন ৩ পয়েন্ট পেতে চাই। তবে রিয়ালের সাথে দৌড়ে এক তালেই থাকা যাবে। আমরা তো চাইবো-ই রিয়ালের পয়েন্ট নষ্ট হোক। তবে আমাদের সুযোগ হবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকাটা। তার আগে ভালো খেলে ৩ পয়েন্ট নিয়ে আমাদের অবস্থানটা সুসংহত করতে হবে।
বার্সেলোনাকে আটকে দেয়ার ছক কষছে গেটাফে। কারণ ইনজুরি আক্রান্ত বার্সার বর্তমান দলটি স্বপ্ন দেখাচ্ছে গেটাফেকে। এমনটাই বললেন গেটাফের মিডফিল্ডার পেড্রো লিওন, ‘খুব বেশি চিন্তামুক্ত হয়ে এখানে খেলতে আসেনি বার্সেলোনা। দলের অনেক সেরা তারকারা এ ম্যাচে খেলতে পারবে না। তাই এ ম্যাচের ফল আমাদের দিকেই নিতে চাইছি।’ ৯ খেলায় ১০ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে গেটাফে। পয়েন্টের দিক দিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সমান হলেও, এককভাবে টেবিলের শীর্ষে কিন্তু রিয়াল মাদ্রিদই। কারণ গোলের ব্যবধানে বেশ এগিয়ে রিয়াল। নিজেদের সপ্তম ম্যাচে এথলেটিকো মাদ্রিদের সাথে ১-১ গোলে ড্র করলেও, পরের ২ ম্যাচ থেকে পূর্ণ ৩ পয়েন্ট ঠিকই একাউন্টে যোগ করে রিয়াল।
পয়েন্ট পাওয়ার ধারাবাহিকতাটা দশম রাউন্ডেও অব্যাহত রাখতে চায় রিয়াল মাদ্রিদ। তাতে বার্সার সাথে দৌড়টা অব্যাহত রাখা যায় বলে জানালেন রিয়ালের কোচ রাফায়েল বেনিতেজ, ‘বার্সেলোনার সাথে আমাদের পয়েন্ট সমান। কিন্তু গোলের ব্যবধানে আমরাই এগিয়ে। তবে পয়েন্ট দিয়ে বার্সার সাথে একই তালেই চলতে চাই আমরা। এজন্য লাস পালমাসের বিপক্ষে জয় ছাড়া অন্য কিছু ভাবচ্ছি না আমরা।’
বার্সেলোনার মত দল নিয়ে চিন্তাটা মাথায় ঘুরপাক খাচ্ছিলো রিয়াল মাদ্রিদেরও। তবে সেটি খুব বেশি নয়। অবশ্য ইতোমধ্যে একদাশ নিয়ে অনেকটা নিশ্চিন্ত রিয়াল বস বেনিতেজ। কারণটা নিজেই বললেন বেনিতেজ, ‘রড্রিগুয়েজ, বেনজামা ও পেপে অনুশীলনে ফিরেছে। দলে এদের যোগদান শক্তি বাড়িয়েছে আমাদের। এখন অনেকটা নিশ্চিন্তে একাদশ সাজানো যাবে। তবে গ্যারেথ বেল এখনো অনুশীলনে নামতে পারেননি। তাই লাস পালমাসের বিপক্ষে তার না খেলাটা একরকম নিশ্চিত।’
রিয়াল মাদ্রিদে যেখানে জয় নিয়ে বেশি ভাবছে, সেখানে তাদের প্রতিপক্ষ লাস পালমাস অতীতের দুঃস্মৃতির পুনরাবৃত্তি যাতে না ঘটে সেদিকেই তাকিয়ে। কারন ১৩ বছর আগে সর্বপ্রথম ও সর্বশেষ রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্ণাব্যু’তে খেলেছে লাস পালমাস। আর ওই ম্যাচ থেকে বড়সড় কষ্টই পেয়েছে তারা। ৭-০ গোলে ম্যাচটি হারে লাস পালমাস। তাই ওমন শাস্তি যেন এ ম্যাচে না পেতে হয় এমনটা লক্ষ্য তাদের বলে জানালেন দলের নয়া কোচ কুইকুই সেতিন, ‘ওই ম্যাচ স্মৃতি এবারই মুছে দিতে পারি আমরা। এজন্য আমাদের ভালো ফুটবল খেলতে হবে। রিয়াল এমন একটি দল জয়ের জন্য তাদের খুব ভালো খেলতে হয় না। এমনিতেই জয় পেয়ে যায় তারা। তবে ভালো কিছু পেতে হলে আমাদের সামর্থ্যের সবটুকু উজার করে দিতে।’ অপরদিকে লাস পালমাস তাদের ৯ খেলায় ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ১৮তম স্থানে রয়েছে।

Featured খেলাধূলা