আজ শনিবার জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী। ১৯৭২ সালের এই দিনে বিপ্লবী তরুণ যুব সমাজের অগ্রগামী বৃহত্তর অংশ সামাজিক বিপ্লবের মাধ্যমে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার দৃপ্ত প্রত্যয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) গঠন করা হয়। মুক্তিযুদ্ধের ৯ নং সেক্টর কমান্ডার মেজর এম এ জলিল (অব.) এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের অন্যতম নেতা আ স ম আবদুর রবকে যুগ্ম আহ্বায়ক করে জাসদের প্রথম কমিটি ঘোষিত হয়।
তবে বর্তমানে তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়ার নেতৃত্বে জাসদ তাদের ঐতিহ্যবাহী পতাকা বহন করে সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে যুদ্ধাপরাধীদের বিচার, সা¤প্রদায়িকতা ও জঙ্গীবাদের উচ্ছেদ, সুশাসন কায়েমের মাধ্যমে বৈষম্যহীন শোষনমুক্ত গণতান্ত্রিক সমাজ নির্মাণের লক্ষ্যে সংগ্রাম করে চলেছেন। দলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাসদ আজ বিকাল ৪ টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করছে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। সভায় সভাপতিত্ব করবেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি। জাসদ-এর ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সভাপতি হাসানুল হক ইনু এবং সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া এক বিবৃতিতে দেশবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।