বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে বিদেশী হত্যার ঘটনার নেতিবাচক কোন প্রভাব পড়েনি।
তিনি আরও বলেছেন, বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে দু’জন বিদেশীকে হত্যা এবং তাজিয়া মিছিলে হামলার ঘটনা ঘটানো হয়েছে।
বাংলাদেশে অবস্থানরত ইটালি এবং জাপানের দু’জন নাগরিককে হত্যার ঘটনায় পশ্চিমা দেশগুলো নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে। এ নিয়েও মন্ত্রী বলেছেন, বিদেশীরা অতিমাত্রায় প্রতিক্রিয়া দেখিয়েছে। ফলে এখন বাংলাদেশের গার্মেন্টস মালিকদেরকেই অন্য দেশে গিয়ে বিদেশী ক্রেতাদের সাথে বৈঠক করতে হচ্ছে।
তবে বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, তৈরি পোশাক রপ্তানি বা বিদেশের সাথে বাণিজ্যে নেতিবাচক কোন প্রভাব পড়েনি।