বাংলাদেশে এই প্রথমবারের মতো বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৭ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। গতকাল বৃহস্পতিবার দিনের শুরুর দিকে এ রিজার্ভের পরিমান দাঁড়ায় ২৭ বিলিয়ন ডলারের কাছাকাছি। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)এর ইসিএফ ঋণের শেষ দুই কিস্তির সাড়ে ২৫ কোটি ডলার রিজার্ভে অন্তর্ভুক্ত হওয়ায় নতুন এক উচ্চতা পেল বৈদেশিক মুদ্রার রিজার্ভ।
গতকাল এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেন, ‘ধারাবাহিকভাবে রিজার্ভ বাড়ার বিষয়টি দেশের জন্য সুখবর। অনেক দেশ যখন ঘাটতির সমস্যা মোকাবেলা করছে, বাংলাদেশকে তখন উদ্বৃত্ত কাজে লাগানোর বিষয়ে ভাবতে হচ্ছে। এত প্রতিকূলতার মধ্যেও রিজার্ভ বাড়ছে মূলত ভালো রফতানি, রেমিট্যান্স ও বিদেশী বিনিয়োগের কারণে।’
তিনি আরও বলেন, ‘বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়লে বিদেশী বিনিয়োগকারীরা উদ্বুদ্ধ হন। সেই সঙ্গে বৈদেশিক মুদ্রা কারসাজিতে জড়িতরা সতর্ক হয়ে যায়। কেননা তারা জানে, পর্যাপ্ত রিজার্ভ থাকলে কেন্দ্রীয় ব্যাংক যেকোনো সময় তা বাজারে ছাড়তে পারে।’