গতকালই খবর বেরিয়েছিল, চেলসি মরিনহোকে আর রাখতে চায় না। বিতর্ক আর দলের একের পর এক হারে তার প্রতি বিরক্ত চেলসি কর্ণধার রোমান আব্রামোভিচ। সংবাদ মাধ্যম মেট্রো জানিয়েছে, মরিনহোর বদলে নতুন কোচ হিসেবে আন্দ্রে ভিলাস-বোয়াসকে নিয়োগ দিতে যাচ্ছে চেলসি।
পত্রিকাটির খবরে বলা হয়, চেলসির কোচ হওয়ার দৌড়ে গাস হিডিং, কার্লো আনচেলেত্তি এমনকি ব্রেনডন রজার্সও ছিলেন।
ফিচাজিস ডট নেটের বরাত দিয়ে খবরে বলা হয়, চেলসি মালিকের সংক্ষিপ্ত তালিকায় চেলসির সাবেক ম্যানেজার ভিলাস-বোয়াসই এগিয়ে আছেন।
ভিলাসকে পোর্তো থেকে ছাড়িয়ে আনতে চেলসিকে বিপুল পরিমাণ অর্থ ঢালতে হবে। চুক্তি অনুযায়ী এই মুহূর্তে ভিলাস পোর্তো ছাড়াতে চাইলে, ক্লাবটিকে দিতে হবে ১৩.২ মিলিয়ন পাউন্ড। ফুটবলের ইতিহাসে এত অর্থ দিয়ে কেউ আগে কোচ আনেনি।