মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরা বিএনপি থেকে বেরিয়ে আসবেন

মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরা বিএনপি থেকে বেরিয়ে আসবেন

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, “আমার বিশ্বাস বিএনপির মধ্যে এখনো যারা বিবেকবান আছেন, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, তারা এই দল ও সন্ত্রাসীদের পেছন থেকে বেরিয়ে আসবেন। তারেক রহমান ও খালেদা জিয়াকে বাদ দিয়ে দলকে নতুনভাবে ঢেলে সাজাবেন। তারপর মানুষের আস্থা অর্জন করতে পারবেন।”image_141457_0

রাজধানীর ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে এক যৌথ সভায় তিনি এ সব কথা বলেন

মাহবুব-উল আলম হানিফ বলেন, “বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সহিংসতামূলক কর্মকাণ্ড বিএনপির অনেক নেতা পছন্দ করেন না। তাদের এ সকল কর্মকাণ্ডের প্রতি অনাস্থা জ্ঞাপন করে শমসের মবিন চৌধুরী পদত্যাগ করেছেন।”

হানিফ বলেন, “বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম সাহেব বলেছেন, কোনো ব্যক্তির হত্যাকাণ্ডের দায় বিএনপি নেবে না। তার কাছে আমার জিজ্ঞাসা, বিদেশী হত্যাকাণ্ডের জন্য কাইয়ুম সাহেবকে কে নির্দেশ দিয়েছিল? সেইটা খুঁজে বের করা দরকার।”

হানিফ আরো বলেন, “যুদ্ধাপরাধের বিচার বানচাল ও দেশবিরোধী প্রচারণা চালানোর জন্য বিএনপি-জামায়াত আন্তর্জাতিক লবিস্ট নিয়োগ করেছে। আমেরিকার একিন ক্যাম্প নামক একটি লবিস্ট ফার্মের সঙ্গে চুক্তি করেছে। মাসিক ৪০ হাজার ডলার হিসাবে ছয় মাসের জন্য এই লবিস্ট তারা নিয়োগ করেছে। ছয় মাস পর তাদের কাজের পারফরম্যান্সের ভিত্তিতে এই অর্থ বাড়বে।”

যৌথ সভায় আরো উপস্থিত ছিলেন- দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক, কৃষিবিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) ফারুক খান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র আনিসুল হক প্রমুখ।

Featured রাজনীতি শীর্ষ খবর