রাজধানীতে জামায়াত-পুলিশ সংঘর্ষ : আটক ৩

রাজধানীতে জামায়াত-পুলিশ সংঘর্ষ : আটক ৩

জামায়াত-শিবির নেতাকর্মীদের সঙ্গে রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের সংঘর্ষ হয়েছে। এসময় 1পুলিশের গুলিতে ৮ জন আহত হয়। তাছাড়া ৩ জনকে আটক করা হয়েছে। আজ বুধবার সকাল ৯টার দিকে যাত্রাবাড়ী-ডেমরা সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৯টার দিকে জামায়াত-শিবির কর্মীরা একটি ঝটিকা মিছিল নিয়ে যাত্রাবাড়ী-ডেমরা সড়ক অতিক্রম করছিল। এসময় পুলিশ এসে মুহুর্মুহু গুলি ছুঁড়তে থাকে। এতে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে পালিয়ে যায়। মিছিলে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারি মো: সেলিম উদ্দিন, জামায়াত নেতা অধ্যাপক আ জ ম কামাল উদ্দিন, শেখ নেওয়ামুল করিম, মিজানুর রহমান, জিল্লুর রহমান ও শিবির নেতা তারিক হাসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এদিকে এ ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি- ২৮ অক্টোবর পল্টন হত্যাকান্ডের বিচার দাবিতে তাদের পূর্বঘোষিত শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে পুলিশ গুলি করে। এতে কমপক্ষে ৮ নেতাকর্মী আহত হয়েছেন। তবে জামায়াত নেতারা আহতদের নাম প্রকাশে অপরাগতা প্রকাশ করেন। তাছাড়া ৩ জন কর্মীকে পুলিশ আটক করেছে বলে দাবি করে জামায়াত।
অন্যদিকে ওয়ারী জোন পুলিশের ডেপুটি কমিশনার (ডিসি) নূরুল ইসলাম জানান, জামায়াতের কর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে। এসময় ফাঁকা গুলি করে তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়। আর যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার এসআই জসিম ৩ জনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেন।
তাছাড়াও পল্টন হত্যাকা-ের বিচারের দাবিতে সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর কুড়িল বিশ্বরোডেও মিছিল করে জামায়াত-শিবির।

Featured বাংলাদেশ