মার্কিন সিনেটে সাইবার নিরাপত্তা সংক্রান্ত বিল মঙ্গলবার পাস হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে জানা গেছে। এর মাধ্যমে সাইবার হামলার হুমকি অংশীদারিত্বের মাধ্যমে মোকাবেলা করা সম্ভব হবে সমর্থকেরা এমন কথা বললেও সমালোচকেরা বলছেন, একে কেন্দ্র করে সরকার তার নজরদারি বাড়ানোর সুযোগ পাবে।
মার্কিন প্রশাসনের সমর্থনে পাশ হওয়ার বিলটি নিয়ে তাদের মন্তব্য, সাইবার সিকিউরিটি ইনফরমেশন শেয়ারিং অ্যাক্ট সাইবার হুমকি বিষয়ে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে তথ্যের আদান প্রদানের সুযোগ উন্মুক্ত করবে। এদিকে মার্কিন কংগ্রেসের উভয়কক্ষে বিলটি নিয়ে সম্মত হওয়ার পর একে হোয়াইট হাউসে পাঠানো হবে। হোয়াইট হাউস অনুমোদন দেয়ার পর এটি আইনে পরিণত হবে।
সিনেটর রিচার্ড বার বলেন, যুগান্তকারী বিলটি বিদেশী হ্যাকারদের দৌরাত্ম থেকে মার্কিন তথ্যকে রক্ষা করবে। তিনি বলেন, মার্কিন ব্যবসায়ী ও সরকারি সংস্থাগুলো নিত্যদিনই সাইবার হামলার শিকার হচ্ছে। এ অবস্থায় আমরা হাত গুটিয়ে বসে থাকতে পারি না। কিন্তু মাইক্রোসফট, টুইটারের মতো বড়ো বড়ো কোম্পানীগুলো বিলটির বিরোধিতা করছে।