বুরুন্ডিতে ৭ বন্দুকধারী নিহত

বুরুন্ডিতে ৭ বন্দুকধারী নিহত

বুরুন্ডিতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ৭ বন্দুকধারী নিহত হয়েছে বলে বিভিন্ন 7আন্তর্জাতিক গণমাধ্যমে জানা গেছে। এ নিয়ে চলতি সপ্তাহে সংঘর্ষে কমপক্ষে ১৪ জন নিহত হল। দেশটির পূর্বাঞ্চলের গাইতেগা জেলায় মঙ্গলবার বন্দুকধারী ও সৈন্যদের মধ্যে যুদ্ধ হয়েছে বলে গভর্নর ভেনান্ট মনিরামবোনা জানান। গাইতেগা জেলায় সরকারি বাহিনীর শক্তিশালী ঘাঁটি রয়েছে। মনিরামবোনা বলেন, নারুসাঙ্গা শহরে নিরাপত্তা বাহিনী ও একটি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে সাত অপরাধী নিহত হয়েছে।
জাতিসংঘের তথ্যানুযায়ী, বুরুন্ডিতে হত্যাকান্ড, গ্রেফতার ও আটকের ঘটনা নাটকীয়ভাবে বেড়ে যাওয়ায় দেশটিতে আবারো গৃহযুদ্ধ বেধে যেতে পারে। গত এপ্রিলে সহিংসতা ছড়িয়ে পড়ার পর দেশটিতে প্রায় ২০০ লোক নিহত হয়েছে। গত সোম ও মঙ্গলবার রাজধানী বুজুমবরায় সংঘর্ষে এক পুলিশসহ কমপক্ষে তিনজন নিহত হয়।

Featured আন্তর্জাতিক