নেপালে ১ম নারী রাষ্ট্রপতি

নেপালে ১ম নারী রাষ্ট্রপতি

প্রথমবারের মতো নেপালে একজন নারী রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। তার নাম বিদ্যা দেবী 8ভা-ারি, বয়স ৫৪ বছর। তিনি বর্তমান প্রেসিডেন্ট রাম বরণ যাদবের স্থলাভিষিক্ত হচ্ছেন। ২০০৮ সালে গণপ্রজাতন্ত্র হিসেবে যাত্রা শুরুর পর তিনি হচ্ছেন দেশটির দ্বিতীয় প্রেসিডেন্ট। ওই বছর রাম বরণ যাদব দেশটির প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। গত ২০ সেপ্টেম্বরে নেপালে নতুন সংবিধান ঘোষণার পর দেশটিতে আবার নতুন করে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, পার্লামেন্ট স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন করতে হচ্ছে। ১১ অক্টোবরে নেপালের নতুন প্রধানমন্ত্রী নির্বাচন হয়েছেন ক্ষমতাসীন দল সিপিএন-ইউএমএল এর কে পি শর্মা অলি। প্রসঙ্গত বিদ্যা দেবী ভা-ারি নেপালের প্রতিরক্ষামন্ত্রী হিসেবেও এর আগে দায়িত্ব পালন করেছেন।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, গত ২০ সেপ্টেম্বর নেপালে নতুন সংবিধান কার্যকর হয়েছে। এ অনুযায়ী দেশটি হিন্দু রাষ্ট্র থেকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে পরিণত হয়। নতুন সংবিধান কার্যকরের প্রেক্ষিতেই দেশটিতে আজ বুধবার নতুন প্রেসিডেন্ট নির্বাচন হন ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি অব নেপাল ইউনিফাইড মার্কসিস্ট-লেনিনিস্ট ইউএমএল’র ভাইস চেয়ারপারসন বিধবা বিদ্যা ভা-ারি। তিনি দেশটির প্রয়াত কমিউনিস্ট নেতা মদন ভা-ারির স্ত্রী। ১৯৯১ সালে এক সড়ক দুর্ঘটনায় মারা যান মদন। তবে দুর্ঘটনার কারণ এখনো অজ্ঞাতই রয়ে গেছে।

Featured আন্তর্জাতিক