সরকারী কর্মকর্তা-কর্মচারীদের জন্য রাজধানীর মিরপুরের পাইকপাড়ায় ৬০৮টি ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ৪৫৮ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প নেয়া হয়েছে। গণপূর্ত অধিদফতর ও স্থাপত্য বিভাগ যৌথভাবে প্রকল্প বাস্তবায়ন করবে। এদিকে সরকার ইতোমধ্যে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৬০০ ফ্ল্যাট নির্মাণের একটি প্রকল্প অনুমোদন করেছে। এর আগে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সরকারী কর্মকর্তা-কর্মচারীদের আবাসন সমস্যা নিরসনে সরকারের নানা উদ্যোগের কথা সাংবাদিকদের জানান।
এ প্রসঙ্গে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা বলেন, সরকারী কর্মকর্তা-কর্মচারীদের আবাসন সমস্যা নিরসনে সরকার এই উদ্যোগ নিয়েছে। পাইকপাড়ার সরকারী কলোনীর খাস জমিতে ভবন নির্মাণ করা হবে। ২০১৯ সাল নাগাদ প্রকল্পের কাজ শেষ হবে বলে তিনি জানান।
সূত্র জানায়, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় (একনেক) প্রকল্পটি অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রকল্পের আওতায় ২০-তলাবিশিষ্ট মোট ৮টি ভবন নির্মাণ করা হবে। এর মধ্যে ৫টি ভবনে এক হাজার বর্গফুটের ৩৮০টি ফ্ল্যাট এবং ৩টি ভবনে ১২৫০ বর্গফুট আয়তনের ২২৮টি ফ্ল্যাট নির্মিত হবে। প্রসঙ্গত সরকার স্বল্পমেয়াদে ২০১৫ সালের মধ্যে ১৬ হাজার ৩২০টি ফ্ল্যাট, মধ্যমেয়াদে ২০১৭ সালের মধ্যে ১৬ হাজার ৯৬৮টি ফ্ল্যাট এবং দীর্ঘমেয়াদে ২০১৯ সালে ১৮ হাজার ২৭৬ ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নিয়েছে।