ফিফা মহানাটকে আবার নতুন রাউন্ড। এ বার মুখ্য চরিত্রে অস্ট্রেলীয় ফুটবল বোর্ড ও জ্যাক ওয়ার্নার। অভিযোগ, ২০২২ বিশ্বকাপের বিড পেতে প্রায় ৫০০,০০০ অস্ট্রেলীয় ডলার ঘুষ দিয়েছিল অস্ট্রেলীয় কমিটি। টাকাটা নাকি লন্ডন হয়ে এসেছিল। টাকাটা মূলত দেওয়া হয়েছিল প্রাক্তন ফিফা ভাইস প্রেসিডেন্ট জ্যাক ওয়ার্নারকে। তদন্তের অন্যতম প্রধাণ মুখ এসএফও ডিরেক্টর ডেভিড গ্রিন বলছেন, ‘খুব বেশি কিছু বলতে পারব না কারণ নতুন সমস্ত তথ্য পাচ্ছি। খুব সম্ভবত ঘুষ দেওয়া হয়েছিল। সিডনি হয়ে টাকাটা ত্রিনিদাদে এসেছিল।’ সেপ ব্লাটার প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ালেও বিতর্কের শেষ হচ্ছে না। মিশেল প্লাতিনির ঘুষ নেওয়া থেকে ফ্রাঞ্জ বেকেনবাউয়ারের ঘুষ দেওয়া, একের পর এক তীরে বিদ্ধ হয়েছে ফুটবলের পীঠস্থান। তার উপরে আবার সোমবারের আগে ফিফা প্রেসিডেন্ট নির্বাচনে নাম জমা দেওয়ার শেষ তারিখ। সাসপেন্ড হলেও প্রেসিডেন্টের দৌড়ে এখনও আছেন মিশেল প্লাতিনি।