পরবর্তী আইফোনের ডিজাইনে পরিবর্তন আনার পরিকল্পনা করছে অ্যাপল। গুঞ্জন উঠেছে, ডিভাইসটির গোলাকার হোম বাটন তুলে দেয়াটাই হতে পারে নতুন এই পরিবর্তন।
ইন্টারনেট নিয়ে কাজ করে বিখ্যাত হওয়া প্রতিষ্ঠান ‘পিপার জাফ্রে’র ব্যবস্থাপনা পরিচালক ও গবেষক গিনি মানস্টার এই তথ্য দিয়েছেন। ‘ব্যারন’ নামের এক ম্যাগাজিনে লেখা সাম্প্রতিক এক নোটে তিনি এই তথ্য দেন। এই পরিবর্তন আইফোন ৭-এ আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ নিয়ে সামান্যতম নিশ্চিত হয়ে কিছু বলার উপায় নেই। মানস্টার লিখেছেন, থ্রিডি টাচ সমৃদ্ধ আইফোনের স্ক্রিনে চাপ দিলে বাড়তি কাজ করার জন্য অপশন পাওয়া যায়। সেজন্য গোলাকার হোম বাটন উঠিয়ে দিলেও কোনো সমস্যা হবে না, বরং আকার বৃদ্ধি পাবে। তিনি আরও লিখেছেন, আইফোনের ফিঙ্গারপ্রিন্টের টাচ আইডি হোম বাটনের সাথে যুক্ত থাকে। সেজন্য হোম বাটন তুলে দিলে টাচ আইডি সেন্সরও অন্যত্র সরাতে হবে। এক্ষেত্রে অ্যাপল হয়ত আইফোনের এক পাশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর জুড়ে দেবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া।