লাদেন-তালেবান-লস্করই পাকিস্তানেই ‘হিরো’

লাদেন-তালেবান-লস্করই পাকিস্তানেই ‘হিরো’

পাকিস্তানের তরফে বারবার দাবি করা হয়, তারা নাকি সন্ত্রাস দমন করতে সর্বদা প্রস্তুত। 3কিন্তু সেই ধারণা পালটে বিস্ফোরক মন্তব্য করলেন খোদ সাবেক পাক প্রেসিডেন্ট পারভেজ মোশারফ। তিন বললেন, ভারতের বিরুদ্ধে লড়াই করতে পাকিস্তানই নাকি প্রশিক্ষণ দিয়েছিল লস্কর-ই-তইবার মতো জঙ্গি সংগঠনগুলোকে।
পাকিস্তানের ‘দুনিয়া টিভি’কে দেয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি। তিনি স্বীকার করে নেন, সোভিয়েত শক্তিকে পরাস্ত করতে ‘ধর্মীয় সন্ত্রাস’ শুরু করে পাকিস্তানই। তারাই একমাত্র দেশ যারা পুরো বিশ্ব থেকে জঙ্গিদের এনে একত্রিত করেছিল সোভিয়েত শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য।
লাদেন-হাক্কানিদের ‘হিরো’ বলে সম্বোধন করে তিনি জানান, সোভিয়েত আক্রমণের পর পাকিস্তানই স্বাগত জানায় জঙ্গিগোষ্ঠীগুলোকে।
মোশারফ আরও বলেন, সোভিয়েতদের ধুয়ে মুছে সাফ করে দিতেই শুরু হয় এই ধর্মীয় সন্ত্রাস। তিনি উল্লেখ করেন, তালেবানদের তারাই ট্রেনিং দেন। জঙ্গিদের হাতে তুলে দেন অত্যাধুনিক অস্ত্র। তাদের যুদ্ধে পাঠিয়ে দেন। তাই তারাই পাকিস্তানের হিরো।
মোশারফ আরও বলেন, কাশ্মীরে সন্ত্রাস চালানোর জন্যই পাকিস্তানই শিক্ষা দেয় লস্কর ই তইবা-কে। তিনি বলেন, ‘আমরা লস্করদের হিরোর মত করে বরণ করেছি। আমরা প্রশিক্ষণ দিয়েছি, সমর্থন করেছি। ওরা কাশ্মীরে ভীষণ ভাল লড়াই করেছে। কিন্তু এখন সময় পরিবর্তন হয়েছে। ওরা তখন ‘হিরো’ ছিল। এখন ভিলেন হয়েছে। ধর্মীয় সন্ত্রাস এখন সার্বিক সন্ত্রাসে পরিণত হয়েছে। এখন আমরাও সন্ত্রাসের কবলে।’
সাক্ষাৎকারের শেষে মোশারফ স্বীকার করে নেন যে যাদের পাকিস্তান একসময় পুষেছিল তারাই এখন পাকিস্তানের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। সূত্র : কলকাতা২৪ ডটকম

Featured আন্তর্জাতিক