ই-কৃষির সম্প্রসারণে ২৫৪টি এআইসিসি স্থাপনের উদ্যোগ

ই-কৃষির সম্প্রসারণে ২৫৪টি এআইসিসি স্থাপনের উদ্যোগ

ই-কৃষির সম্প্রসারণে এবং কৃষকদের মধ্যে নিরবচ্ছিন্নভাবে কৃষি তথ্য সরবরাহের লক্ষ্যে 7সরকার পল্লী এলাকায় তথ্যপ্রযুক্তিভিত্তিক ২৫৪টি আধুনিক এগ্রিকালচার ইনফরমেশন এন্ড কমিউনিকেশন সেন্টার (এআইসিসি) স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন ন্যশনাল আইসিটি ইনফ্রা-নেটওয়ার্ক ফর বাংলাদেশ গভর্মেন্ট ফেইস-২ প্রকল্প (ইনফো-সরকার) দেশের ১৪ হাজার ফার্মার্স ক্লাবের মধ্য থেকে বিদ্যুৎ ও যোগাযোগ সুবিধা সম্বলিত ২৫৪টি উপজেলা ফার্মার্স ক্লাবকে আইসিসিতে রুপান্তরের জন্য বেছে নিয়েছে। আগামী ডিসেম্বর মাসের যে কোন সময়ে এসব এআইসিসিগুলো কার্যক্রম শুরু করবে। দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
ইনফো-সরকার প্রকল্প এসব প্রতিটি এআইসিসিকে আর্থিক সহায়তাসহ একটি করে সাইন্ড সিস্টেম, বড় পর্দাসহ মাল্টিমিডিয়া প্রজেক্টর, স্পাইরাল মেশিন, ল্যাপটপ, দু’বছরের জন্য ইন্টারনেট সুবিধাসহ মোডেম, কালার প্রিন্টার, স্ক্যানার, স্মার্ট ফোন এবং জেনারেটর সরবরাহ করবে। এ উদ্যোগের অংশ হিসেবে আজ বুধবার বাংলাদেশ কম্পিউটার কাইন্সিল (বিসিসি) মিলনায়তনে ফার্মার্স ক্লাব সদস্যদের তথ্য-প্রযুক্তি ব্যবহারে সক্ষম করে তোলার জন্য এক কর্মশালার আয়োজন করেছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও চ্যানেল আইয়ের পরিচালক শাইখ সিরাজ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এ ধরনের আধুনিক এআইসিসি প্রতিষ্ঠার ব্যাপারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, কৃষকের কৃষি সংক্রান্ত তথ্য পাওয়ার ক্ষেত্রে যে ঘাটতি রয়েছে তা পূরণ করতে পারে তথ্য-প্রযুক্তি। তিনি বলেন, সেজন্য আমরা পল্লী এলাকায় ই-কৃষি সম্প্রসারণ ও কৃষকের কাছে নিরবচ্ছিন্নভাবে কৃষি তথ্য পৌছে দেয়ার জন্য ২৫৪টি উপজেলায় ২৫৪ টি এআইসিসি প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছি।
প্রতিমন্ত্রী বলেন, কৃষির বিষয়টি জ্ঞানভিত্তিক হয়ে উঠছে এবং সেজন্য সরকার তথ্য-প্রযুক্তির ব্যবহার করে কৃষি বিষয়ক তথ্য কৃষকদের কাছে পৌঁছে দেয়ার উদ্যোগ গ্রহণ করেছে। সরকার এর পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধিতে তথ্য-প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনীকে উৎসাহিত করছে। একজন কৃষককে যদি বীজ, উৎপাদিত পণ্য বিক্রয় সংক্রান্ত তথ্য সরবরাহ করা যায় তা যেমন উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে তেমনি তা উৎপাদিত পণ্যের ন্যায্য দর পেতে সহায়তা করবে।
পলক বলেন, এক একজন ক্লাব সদস্য তথ্য-প্রযুক্তির ব্যবহার করে কৃষি তথ্য সরবরাহ করার মধ্য দিয়ে মূলত একজন স্মার্ট কৃষকের ভূমিকা পালন করবে। এছাড়া ইনফো-সরকার প্রকল্প পরিচালক মো. সাইফুল ইসলাম জানান, বর্তমানে দেশে ২৪৫টি এআইসিসি রয়েছে। কিন্তু নতুন ২৫৪টি এআইসিসি হবে আধুনিক, যা পল্লী এলাকায় ই-কৃষি সম্প্রসারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Featured আন্তর্জাতিক