বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক’র সহপ্রতিষ্ঠাতা ও সিইও মার্ক জুকারবার্গ আজ বুধবার ভারতের রাজধানী নয়াদিল্লি সফরে যাচ্ছেন। আইআইটি দিল্লির টাউন হলে এক প্রশ্নোত্তর পর্বে যোগ দিতে তিনি সেখানে যাচ্ছেন বলে জানা গেছে। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন যুক্তরাষ্ট্র সফরের সময়ই ভারতে আসার আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন জুকারবার্গকে। সে নিমন্ত্রণে সাড়া দিয়েই নয়াদিল্লিে সফরের সম্মতি দিয়েছেন তিনি। প্রসঙ্গত বর্তমানে ভারতে অন্তত ১৩ কোটি মানুষ ফেসবুকের এক্টিভ ইউজার।
শুধু যে আজকের অনুষ্ঠানে যোগদাতা অতিথিরাই প্রশ্ন করার সুযোগ পাবেন তাই নয়, ফেসবুকেও ‘লাইভ’ প্রশ্ন করলে আপনি উত্তর পাবেন। কমেন্টে প্রশ্ন করতে পারবেন। যত বেশি লাইক, সে প্রশ্নের উত্তর তত দ্রুত দেবেন ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা। স্থানীয় সময় সাড়ে এগারোটা থেকে অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের প্রশ্নোত্তরের জবাব দেবেন তিনি।