কলম্বিয়ার বয়াকা এলাকায় বামপন্থী ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন) সোমবার ১২ নিরাপত্তা কর্মকর্তাকে হত্যা করেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে জানা গেছে। দেশটির বৃহত্তম ফার্ক গেরিলা বাহিনীর সঙ্গে শান্তি চুক্তির জন্য সরকারের প্রচেষ্টার প্রেক্ষাপটে এ হত্যাকান্ডের ঘটনা ঘটলো। কলম্বিয়ায় গত রবিবার স্থানীয় ও আঞ্চলিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্টোস প্রেসিডেন্ট প্রাসাদ থেকে টেলিভিশনে এক ভাষণে বলেন, বয়াকা এলাকায় ইএলএন সেনাবাহিনীর ১১ সদস্য ও এক পুলিশ কর্মকর্তাকে হত্যা করেছে। তিনি বলেন, আমার হৃদয় সত্যিকার অর্থেই ভেঙে গেছে। হত্যাকান্ডের অর্থ হল, ইএলএন বুঝতে চাচ্ছে না, এখন শান্তির সময়, যুদ্ধের সময় নয়। তিনি হুঁশিয়ার করেছেন, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সামরিক বাহিনীকে ইএলএন বিরোধী অভিযান জোরদারের নির্দেশ দেয়া হয়েছে।
প্রেসিডেন্ট বলেন, ‘ইএলএন যদি মনে করে, এসব করে তারা রাজনৈতিক ফায়দা অর্জন করবে অথবা সম্ভাব্য সমঝোতা প্রক্রিয়ায় প্রভাব ফেলবে তাহলে এটা তাদের ভুল ধারণা।’ সান্টোস সরকার ২০১২ সাল থেকে কলম্বিয়ার বৃহত্তম গেরিলা সংগঠন ফার্কের সঙ্গে শান্তি আলোচনা চালিয়ে যাচ্ছে। ইএলএন ২০১৪ সাল থেকে সরকারের সঙ্গে প্রাথমিক শান্তি আলোচনায় অংশ নিচ্ছে। তবে এখনও আনুষ্ঠানিক শান্তি প্রক্রিয়া তারা শুরু করেনি।