কিউবার স্বরাষ্ট্রমন্ত্রী জেনারেল আবেলারদো কলোম পদত্যাগ করেছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে জানা গেছে। বামপন্থী সরকারের গোয়েন্দা সংস্থার প্রতিষ্ঠাতাদের অন্যতম এই স্বরাষ্ট্রমন্ত্রী ২৬ বছর প্রভাবশালী এ পদে থাকার পর স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।
কাউন্সিল অব স্টেটের এক বিবৃতিতে গতকাল সোমবার বলা হয়েছে, কলোমের পদত্যাগপত্র গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিবৃতিতে তাকে জাতীয় বীর উল্লেখ করা হয়েছে। কলোমি (৭৬) জাতীয় পরিষদের একজন আইনপ্রণেতাও ছিলেন। তার ডাকনাম ফিউরি। কর্তৃপক্ষ জানিয়েছে, তার স্থলাভিষিক্ত হয়েছেন জেনারেল কার্লোস ফার্নান্দেজ গনডিন।