রবি শাস্ত্রীর বিরুদ্ধে ওয়াংখেড়ের কিউরেটরকে ‘গালি’র অভিযোগ

রবি শাস্ত্রীর বিরুদ্ধে ওয়াংখেড়ের কিউরেটরকে ‘গালি’র অভিযোগ

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সিরিজের পঞ্চম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার রানের পাহাড়ে 6চাপা পড়ে ২১৪ রানের বিশাল ব্যবধানে হেরে যায় ভারত। ওয়ানডেতে এটা ভারতের দ্বিতীয় বড় পরাজয় এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবচেয়ে বড় পরাজয়ের লজ্জা। আর সিরিজ নির্ধারণী ওই ম্যাচে ভারতের লজ্জাজনক হারের পর ওয়াংখেড়ের পিচ কিউরেটর সুধীর নায়েকের সঙ্গে তীব্র ঝামেলায় জড়িয়ে পড়েন ভারতীয় টিম ডিরেক্টর রবি শাস্ত্রী। এমনকি সুধীর নায়েককে গালিগালাজ করার অভিযোগও উঠেছে শাস্ত্রীর বিরুদ্ধে।
ওই ম্যাচে যে পিচ দেওয়া হয়েছিল, তাতে টার্নের কোনো নামগন্ধ ছিল না। টস জিতে প্রথমে ব্যাট করে কুইন্টন ডি কক, ফাফ ডু প্লেসিস ও এবি ডি ভিলিয়ার্সের সেঞ্চুরিতে ৪ উইকেটে ৪৩৮ রানের পাহাড় গড়ে দক্ষিণ আফ্রিকা।
ম্যাচে ভারতের ফেরার কোনো রাস্তাও আর ছিল না। প্রোটিয়াদের কাছে অসহায় আত্মসমর্পণ করে ২১৪ রানে হারে মহেন্দ্র সিং ধোনির দল। যা নিয়ে নাকি কিউরেটরের সঙ্গে ভালো রকম লেগে যায় শাস্ত্রীর। যা মিডিয়ায় বেরিয়েও যায়। শাস্ত্রী নাকি প্রথমে সুধীর নায়েককে তির্যকভাবে বলেন যে, দুর্দান্ত উইকেট হয়েছে! তার পরই মরাঠিতে গালাগাল দেন।
নায়েকও নাকি চুপ করে থাকেননি। তিনিও ভারতীয় টিম ডিরেক্টরকে পাল্টা শুনিয়ে দেন, ‘তোমার থেকে উইকেট নিয়ে আমি কথা শুনব না। ভারতের হয়ে আমিও খেলেছি।’ শুধু শাস্ত্রীকে কথা শুনিয়েই বসে থাকেননি নায়েক। সোজা মুম্বাই ক্রিকেট সংস্থাকে জানিয়ে দেন শাস্ত্রী তাকে কী কী বলেছেন। সরকারি অভিযোগনামা জমা করে দেন বলেও খবর।
অবশ্য ব্যাপারটি নিয়ে শাস্ত্রী বা নায়েক- মিডিয়ায় এখন পর্যন্ত কেউ মুখ খোলেননি। নায়েকের সরকারি চিঠি নাকি এখনো জমা পড়েনি। কিন্তু ব্যাপারটা যে হয়েছে, শাস্ত্রী যে ঝামেলায় জড়িয়েছেন কিউরেটরের সঙ্গে, সেটা মেনে নিয়েছেন কেউ কেউ। এটাও বলা হচ্ছে যে, প্রাক্তন জাতীয় ক্রিকেটার সুধীর নায়েককে মাসখানেক আগেই আনা হয়েছে ওয়াংখেড়ের পিচ তৈরির দায়িত্বে। আর আনার এক মাসের মধ্যেই বিপর্যয়।
শাস্ত্রী-নায়েক ঝামেলার পর কেউ কেউ এটাও বলছেন যে, দক্ষিণ আফ্রিকার কোনো অসুবিধে হলো না। তারা পিচের সঙ্গে মানিয়ে নিল। তা হলে এত কথাবার্তার মানে কোথায়?
শাস্ত্রী-নায়েকের ব্যাপারটি নিয়ে সোমবার রাতে ভারতীয় বোর্ড সচিব অনুরাগ ঠাকুরকেও মুখ খুলতে হয়। বোর্ড সচিব বুঝিয়ে দেন যে, অস্ট্রেলিয়ায় বিরাট কোহলির সঙ্গে ভারতীয় সাংবাদিকের ঝামেলার সময় বোর্ড যে রাস্তায় চলেছিল, এ বারও একই রাস্তা ধরা হবে, ‘শাস্ত্রীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে কিউরেটরের সঙ্গে ঝামেলার। আমরা পুরো ব্যাপারটা খতিয়ে দেখব।’
সঙ্গে তিনি আরো যোগ করেন, ‘অস্ট্রেলিয়ায় (কোহলি-কাণ্ডের সময়) আমরা যা করেছিলাম, এ বারও সেই রাস্তা ধরে এগোনো হবে।’ সূত্র : আনন্দবাজার

Featured আন্তর্জাতিক