এমপিওভুক্তির (সরকারি বেতন ও ভাতার অংশ) দাবিতে রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষকরা। এমপিওভুক্ত নয় এমন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই হাজার শিক্ষক এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। আজ সোমবার সকাল ১০টা থেকে তারা এই কর্মসূচি শুরু করেছেন। তা চলেবে বিকাল ৫টা পর্যন্ত ।
নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি মো. এশারত জানান, বিকাল ৫টার পর তাঁরা নতুন কর্মসূচি দেবেন। এই কর্মসূচি লাগাতার করা যায় কিনা, এ বিষয়ে আলোচনা চলছে বলে জানান তিনি।
অবস্থান কর্মসূচিতে শিক্ষক নেতারা বলেন, মানুষ গড়ার কারিগর শিক্ষকদের অভুক্ত রেখে ডিজিটাল বাংলাদেশ হবে না। তারা প্রধানমন্ত্রীর কাছে সব স্বীকৃত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার আবেদন জানান।