ইতালির নাগরিক সিজার তাবেলা হত্যার ঘটনায় সন্দেহভাজন চার ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
সোমবার সকালে ডিবি কার্যালয় থেকে মোবাইল ফোনে পাঠানো এক খুদে বার্তায় এসব কথা জানানো হয়েছে।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বলছে, আটক হওয়া সন্দেহভাজন চারজন হলেন শুটার রুবেল, ভাগনে রাসেল, চাপাতি রাসেল ও শরীফ। এ ছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করার দাবি করেছে পুলিশ।
এ বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানাতে সোমবার বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন করার কথা ডিএমপি।
গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশান ২-এর ৯০ নম্বর সড়কের গভর্নর হাউসের সীমানাপ্রাচীরের বাইরের ফুটপাতে সিজার তাবেলাকে (৫১) গুলি করে হত্যা করা হয়। প্রত্যক্ষদর্শীরা দুই তরুণকে গুলি ছুড়ে অপেক্ষমাণ এক ব্যক্তির মোটরসাইকেলে করে পালাতে দেখেছেন।
সিজার নেদারল্যান্ডসভিত্তিক বেসরকারি সংস্থা আইসিসিও কো-অপারেশন প্রুফসের (প্রফিটেবল অপরচুনিটিজ ফর ফুড সিকিউরিটি) প্রকল্প ব্যবস্থাপক ছিলেন।