‘তাভেলা হত্যা-রহস্য উদঘাটন’

‘তাভেলা হত্যা-রহস্য উদঘাটন’

ইতালির নাগরিক তাভেলা সিজারের হত্যা-রহস্য উদঘাটনের দাবি করেছে গোয়েন্দা পুলিশ। 3ঘটনার সঙ্গে জড়িত তিন সন্দেহভাজন হত্যাকারীসহ চারজন আটক করা হয়েছে বলেও জানানো হয় গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর মিন্টো রোডে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে ব্রিফিং করার কথা রয়েছে।

আটককৃতরা হলেন ভাগ্নে রাসেল, চাকতি রাসেল, শ্যুটার রুবেল এবং তামজিদ ওরফে শরীফ। রোববার ঢাকার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার সিসিটিভি’র ফুটেজ দেখে সন্দেহভাজন তিন হামলাকারীকে শনাক্ত করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। ওই দিন থেকেই এই তিন হামলাকারীকে ধরতে অভিযান চালায় তারা।

গত ২৮ সেপ্টেম্বর রাতে গুলশান-২ এ তাভেলা সিজারকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। পরদিন বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন তাভেলার সহকর্মী নেদারল্যান্ডসভিত্তিক একটি এনজিওর এক কর্মকর্তা।

Featured বাংলাদেশ