‘সাগর-রুনি হত্যাকে পুঁজি করে বিরোধী দলের হাতে অস্ত্র তুলে দেবেন না।’

‘সাগর-রুনি হত্যাকে পুঁজি করে বিরোধী দলের হাতে অস্ত্র তুলে দেবেন না।’

যে কোনো উপায়ে সাগর-রুনির হত্যাকারীদের গ্রেফতার করতে হবে বলে দাবি করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগ নেতা মো. নাসিম।

তিনি বলেন, ‘সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকে পুঁজি করে বিরোধী দলের হাতে অস্ত্র তুলে দেবেন না।’

হত্যাকাণ্ডের পর ১ মাস পার হয়ে গেলেও হত্যাকারীদের খুঁজে বের করতে পারেননি যেসব তদন্ত কর্মকর্তা তাদের সারিয়ে অভিজ্ঞ কর্মকর্তাদের দিয়ে তদন্ত করার আহ্বান জানান নাসিম।

মঙ্গলবার বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত ‘বিএনপির বিদেশি টাকা গ্রহণ, হিংসাত্মক রাজনীতি, পবিত্র সংসদ অবমাননা ও দেশবাসীর করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গত দুই দিন বিরোধী দলের কিছু সংসদ সদস্য পবিত্র সংসদে গালাগালি ও কুরুচিপূর্ণ কথা বলছেন, এ কথা উল্লেখ করে স্পিকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘সংসদের কার্যক্রম কিভাবে চলবে তার একটি নীতিমালা আছে। এ নীতিমালা মেনে যেসব সাংসদ কুরুচিপূর্ণ ও আপত্তিকর কথা বলছেন তাদের সদস্য পদ বাতিল করতে হবে।’

নাসিম বলেন, যাদের নেত্রী পাকিস্তানের কাছ থেকে টাকা নিয়ে রাজনীতি করেন, তাদের আচরণ এরকমই হবে।’

ভারত প্রসঙ্গে তিনি বলেন, ‘আন্তর্জাতিক আদালতে সমুদ্রসীমা নিয়ে ভারত হেরে যাবে বলে তারা এখন বাংলাদেশকে আলোচনার প্রস্তাব দিয়েছে। কারণ, তারা চায় না আদালতে তারা হেরে যাক।’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্পর্কে তিনি বলেন, ‘ফখরুল ইসলাম বলেছেন, বাংলাদেশের সমুদ্রবিজয় নাকি পরাষ্ট্র মন্ত্রণালয়ের, সরকারের নয়।’

তিনি প্রশ্ন রেখে বলেন, ‘তাহলে পরাষ্ট্র মন্ত্রণালয় কি সরকারের বাইরে?’

সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসন বলেন, আগামী প্রজন্ম সংসদ থেকে শিক্ষা গ্রহণ করবে। কিন্ত গত দু’দিনে সংসদে উপস্থিত সাংসদদের ভাষা শুনে মনে হচ্ছে, এটা কোনো গণতান্ত্রিক ভাষা নয়। এতে আগামী প্রজন্ম ভালো কিছু শিখতে পারবে বলে মনে হয় না।‘

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি চিত্রনায়ক ফারুক বলেন, ‘বিএনপির সংসদ সদস্যরা সংসদে গিয়ে যতই হুমকি দিন না কেন, তারা যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে পারবেন না। আর তারা এ ধরনের গালিগালাজ কেন করছেন, তা নিয়েও আমাদের ভাবতে হবে।’

অলোচনা সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু একাডেমির সভাপতি হেমায়েত উদ্দিন (বীরবিক্রম) এবং পরিচালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক হুমায়ন কবির।

এতে আরও উপস্থিত ছিলেন নারী নেত্রী রিজিয়া মোস্তফা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা ড্যানি সিডাক, ঢাকা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা জিএম আতিক, সহ-সভাপতি ফয়েজ উদ্দিন ভূঁইয়া প্রমুখ।

রাজনীতি