সাম্প্রতিক সংঘটিত নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে যেভাবেই হোক স্বাধীনতাবিরোধী শক্তির যোগসূত্র আছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী।
দুই বিদেশী নাগরিক হত্যাকাণ্ডের পর বিভিন্ন দেশের ভ্রমণসতর্কতা জারির বিষয়ে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, “স্বাধীনতাবিরোধী শক্তির সঙ্গে বিভিন্ন শক্তির যোগসূত্র আছে। আগে দেখতে হবে প্রথম কারা নিরাপত্তা সতর্কতা দিয়েছে। যুক্তরাষ্ট্রই প্রথম অ্যালার্ট দিয়েছে। আমি দেশটির সরকারকে বলব, সব সময় সব রকম সন্ত্রাসকে, দেশকে যেভাবে দেখেন বাংলাদেশকে সেভাবে দেখবেন না। দেখলে ভালো করে তদন্ত করে দেখুন।”
সাম্প্রতিক সহিংস ঘটনাগুলোর পরপরই সরকার ও প্রশাসন থেকে বলা হচ্ছে এগুলো স্বাধীনতাবিরোধীদের কাজ। এ ধরনের বক্তব্য প্রকৃত খুনিদের আড়াল হওয়ার সুযোগ করে দেবে কি না এমন প্রশ্নে আনিসুল হক বলেন, “এটি তদন্তের বিষয়। তদন্ত ছাড়া কোনো কিছু ঠিকভাবে বলা যাবে না।”
তিনটি ঘটনার পর আইএসের দায় স্বীকারের বিষয়টি আলোচনায় এসেছে। আসলে আইএসকে সন্দেহে রাখা হয়েছে কি না এমন প্রশ্নে আইনমন্ত্রী বলেন, “তিনটি ঘটনার তদন্ত চলছে। এ নিয়ে কথা বলে আমি তদন্তকে প্রভাবিত করতে চাই না।”
গণমাধ্যমের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, “আপনারা লেখনীর মাধ্যমে প্রমাণ করুন যে সন্ত্রাস বাংলাদেশের মানুষের স্বভাববিরুদ্ধ। যেসব ঘটনা ঘটছে তা বিচ্ছিন্ন।”