রোনালদোর গোলে শীর্ষে রিয়াল

রোনালদোর গোলে শীর্ষে রিয়াল

রিয়াল মাদ্রিদের সাবেক কিংবদন্তি হুগো সানচেজের করা ২৩৪ গোলের রেকর্ড সামনে রেখে 7শনিবার মাঠে নেমেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। আর সেল্টা ভিগোকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলে নেয়ার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল রিয়াল। সানচেজের রেকর্ড ছুঁতে রোনালদোর দুটি গোলের প্রয়োজন ছিল। আর পয়েন্ট টেবিলের শীর্ষে উঠতে রিয়ালের দরকার ছিল জয়।
রোনালদো অবশ্য গোলের দেখা পেয়েছেন। তবে মাত্র একটি। কিন্তু দানিলো ও মার্সেলো গোলের দেখা পেয়েছেন। আর এই তিন তারকার গোলে ভর করে রিয়াল মাদ্রিদ জয় পেয়েছে ৩-১ গোলে সেল্টা ভিগোর বিপক্ষে। রোনালদো হুগো সানচেজের রেকর্ড ছুঁতে না পারলেও এমন জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে উঠে এসেছে লস ব্লাঙ্কোসরা।
৯ ম্যাচের ৬টিতে জিতে ৩টি ড্র করে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে রাফায়েল বেনিতেজের শিষ্যরা। এখন পর্যন্ত লা লিগায় অপরাজিত তারা।
শনিবার শীর্ষস্থানধারী (এর আগের) সেল্টা ভিগোর মাঠে ম্যাচের ৮ মিনিটেই এগিয়ে যায়। লুকাস ভাসকোয়েসের সহায়তায় রিয়ালকে লিড এনে দেন ক্রিস্টিয়ানো রোনালদো। ২৩ মিনিটের মাথায় দানিলোর গোলে ব্যবধান দ্বিগুণ হয়। তাকে গোলে সহায়তা করেন জেসে। প্রথমার্ধে ২-০ গোলের লিড নিয়ে বিশ্রামে যায় বেনিতেজের শিষ্যরা। বিরতির পর ৮৫ মিনিটে সেল্টা ভিগো একটি গোল শোধ দিয়ে কিছুটা দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল রিয়ালকে। কিন্তু ম্যাচের ইনজুরি টাইমে মার্সেলো গোলের দেখা পেলে ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

Featured খেলাধূলা