৪ দিন চিকিৎসাধীন থেকে অবশেষে মারা গেলেন সড়ক দুর্ঘটনায় আহত কলকাতার টিভি পর্দা এবং জনপ্রিয় মঞ্চ অভিনেতা পীযূষ গঙ্গোপাধ্যায়। গতকাল শনিবার রাত সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মঙ্গলবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন পীযূষ।
এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় নৃত্যশিল্পী মালবিকা সেনকে নিয়ে গাড়ি চালিয়ে হাওড়ার দিকে যাওয়ার সময় সাঁতরাগাছি সেতুতে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দু’জন গুরুতর জখম হন। পীযূষের গাড়িটি একেবারে দুমড়ে-মুচড়ে যায়। মালবিকাকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও গুরুতর আহত হন পীযূষ। ডান হাত, ডান পা এবং বুকের ডানদিকের পাঁচটি পাঁজর ভেঙে গিয়েছিল। মারাত্মক চোট ছিল মুখের দু’পাশে ও কপালে। বেলভিউ নার্সিং হোমের ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট তপন সরকারের নেতৃত্বে চিকিৎসকদের একটি বোর্ড গত চার দিন ধরে তার চিকিৎসা করছিল। গত ৪ দিন ধরেই তার শারীরিক অবস্থা ছিল অত্যন্ত সঙ্কটজনক।
প্রায় দুই দশক ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন পীযূষ। হেমেন্দ্র কুমার রায়ের ‘আবার যখের ধন’ সিরিয়াল দিয়ে নিজের অভিনয়যাত্রা শুরু করেছিলেন তিনি। এর পর একে একে ‘জন্মভূমি’, ‘সোনার হরিণ’, ‘মেঘের পালক’, ‘আঁচল’-এর মতো সিরিয়ালে অভিনয় করেছেন পীযূষ। বর্তমান বাংলা টেলিভিশনের অন্যতম পরিচিত ও জনপ্রিয় মুখ ছিলেন তিনি।
১৯৬৫ সালে ঢাকার নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করা পীযূষ পাকাপাকিভাবে কলকাতায় বসবাস করতেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পাস করা এই অভিনেতা ভাল ফুটবলও খেলতেন। পীযূষ ও স্ত্রী পামেলা গঙ্গোপাধ্যায়ের এক ছেলে রয়েছে।