বিজ্ঞাপন নিয়ে সানি লিওনের সাফাই

বিজ্ঞাপন নিয়ে সানি লিওনের সাফাই

কনডমের বিতর্কিত বিজ্ঞাপন বিষয়ে আবারও মুখ খুললেন সানি লিওন। ভারতের ইংরেজি 10দৈনিক হিন্দুস্তান টাইমসকে দেয়া সাক্ষাৎকারে সানি লিওন দাবি করেন, ‘কন্ডমের বিজ্ঞাপনটি করে তিনি কোনো ভুল করেননি। কারণ এর মাধ্যমে তিনি নিরাপদ যৌন মিলনের বিষয়টি প্রচার করেছেন।’
ওই সাক্ষাৎকারে সানি লিওন বলেন, ‘আমি নিরাপদ যৌন মিলন ও অনিচ্ছাকৃত গর্ভধারণ বিষয়ে লোকজনকে সচেতন করছি। সন্তান না চাইলে যৌন মিলনের সময় কনডম ব্যবহার অন্যান্য পদ্ধতির চেয়ে ভাল কারণ এটি নারীর স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে না। এতে খারাপের কিছু দেখি না আমি।’
‘ম্যানফোর্স’ নামের ওই কনডমের বিজ্ঞাপনটি প্রচারের পরপরই ভারতজুড়ে তীব্র আপত্তি উঠে এর বিরুদ্ধে। ধর্ষণ বেড়ে যাওয়ার পেছনে সানি লিওনের এমন উত্তেজক ভূমিকায় অভিনয়কে দায়ী করে অনেকেই বিজ্ঞাপনটি নিষিদ্ধের দাবি জানান তখন। রাজনৈতিক দল সিপিআইয়ের কৃষক শাখার নেতা অতুল কুমার অঞ্জন বলিউড অভিনেত্রী রাখী সাওয়ান্তসহ অনেক নামকরা ব্যক্তিই ছিলেন অভিযোগকারীর তালিকায়। অশ্লীলতা ছড়ানোর অভিযোগও উঠেছিল সানির বিরুদ্ধে।
সমালোচনা ও অভিযোগ বিষয়ে সানি লিওন তখন বলেন, ‘ক্ষমতাশালী লোকেরা নিজেদের কাজ ঠিকমতো করেন না। অথচ আমাকে নিয়ে ভেবে সময় নষ্ট করেন। এদের জন্য আমার কষ্ট হয়।’ বিজ্ঞাপনের বিরুদ্ধে আনা অভিযোগের আইনি সুরাহা অবশ্য এখনো হয়নি।
৩৪ বছর বয়সী সানি লিওন রিয়েলিটি শো ‘বিগ বস’ এর মাধ্যমে সাধারণ্যে পরিচিতি পান। ২০১২ সালে ‘জিসিম-২’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন সানি লিওন।

Featured বিনোদন