ভারতে রেল দুর্ঘটনায় ১৫ জন নিহত

ভারতে রেল দুর্ঘটনায় ১৫ জন নিহত

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ট্রেন-জিপ সংঘর্ষে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। উত্তর প্রদেশের হাথরাসে অবস্থিত মাদু রেলওয়ে স্টেশনের নিকটবর্তী একটি রেলওয়ে ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।

মঙ্গলবার দিনের শুরুতে একটি যাত্রীবাহী জিপ গাড়ি রেলক্রসিংটি পার হওয়ার সময় মথুরা থেকে কাসাঞ্জগামী এক্সপ্রেস ট্রেনটি জিপটিকে ধাক্কা দেয়। এতে জিপটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই ১৫ জন যাত্রী নিহত হন। দুর্ঘটনার সময় জিপটিতে ১৭ জন যাত্রী ছিল বলে জানায় কর্তৃপক্ষ।

ভারতে রেল দুর্ঘটনা একটি নিত্য নৈমিত্তিক ঘটনা। দেশটিতে পৃথিবীর সবচেয়ে ঘন এবং ব্যস্ত রেলওয়ে নেটওয়ার্ক বিদ্যমান।

গত বছরের জুলাইয়েও উত্তর প্রদেশে অনুরূপ এক ঘটনায় একটি রেল ক্রসিংয়ে বিয়ের যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে ৩৮ জন নিহত হন।

চলতি বছরের রেলওয়ে বাজেট পেশ করার সময় ভারতের সদ্য পদত্যাগ করা রেলওয়ে মন্ত্রী দীনেশ ত্রীবেদি রেল দুর্ঘটনা কমানোর ওপর বিশেষ নজর দেওয়ার কথা ঘোষণা করেছিলেন।

ব্যস্ত ও ঘন রেল নেটওয়ার্ক এবং দুর্বল নজরদারি ব্যবস্থার কারণে ভারতে রেল সংশ্লিষ্ট দুর্ঘটনায় প্রতি বছর প্রায় ১৫ হাজার লোক মারা যায়।

সম্প্রতি ভারতীয় সরকার এই পরিসংখ্যানকে একটি বিপর্যয় হিসেবে অভিহিত করে এর হার কমাতে উদ্যোগ নেওয়ার কথা ঘোষণা করে।

আন্তর্জাতিক